শরৎ- এর এক বিকেলে মুখোমুখি বসে প্রথম আলাপ নীলা-রেদোয়ানের। উপলক্ষ্য, তাদের বিয়ে। পুরো পরিবারের এই বিয়েতে মত থাকলেও, অমত আছে বৈবাহিক সম্পর্কে যারা আবদ্ধ হবে তাদেরই! দু'জনেরই আছে হারানো ভালোবাসার গল্প। জীবন থেকে এক যুগেরও বেশি সময় কেটে যাবার পরও, জীবনের পথ চলায় বহুদূর এগিয়ে যাবার পরও "প্রাক্তন" নামক বিন্দুতে দু'জনের জীবনই থমকে আছে। জীবন থেকে হারিয়ে যাওয়া সেই প্রিয়মুখ, সেই ভালোবাসা আর মায়া আঁকড়ে চলছে তাদের দিনযাপন, বয়ে যাচ্ছে সময়৷ কি হবে যখন দু'জন প্রিয়মুখ হারানো মানুষ মুখোমুখি হবে? আলাপে আলাপে দু'জনকে দু'জনের মাঝে খুঁজে পাবে নাকি নতুন এক অধ্যায় শুরু হবার আগেই শেষ হয়ে যাবে?
এত ভালো লাগলো।।।
Read all reviews on the Boitoi app
দারুণ লাগলো গল্পটা!❤️
চমৎকার ছোট একটি উপন্যাস ❤️
অনেকদিন পর এতো সুন্দর একটা ছোটগল্প পড়লাম।দুটো মানুষের মনের দুটো জগৎ জুড়ে কতোই না কষ্ট থাকে!কিন্তু যখন দুটো জগৎ এক হয়ে একটিতে রূপান্তরিত হয় তখন পথচলাটা আরও মধুময় হয়।
এত সুন্দর গল্প ।তবুও আফসোস হচ্ছে।এত দ্রুত কেন শেষ হলো।দুটো ভাঙ্গা মানুষের এক হওয়া টা আরো একটু সময় উপভোগ করতাম। অন্যদিকে রুবা হাসিব কে আর একটু বেশি পেতাম তাদের সম্পর্কের গভীরতা জানতে পারতাম।সবার জন্যই আফসোস হচ্ছে তানিয়া,সাইফ, নীলা, রেদোয়ান।তবুও বলবো ভীষণ সুন্দর ছিল গল্প টা।
গল্প টা পড়তে যেয়ে বার বার ভাবছিলাম লেখিকা কি ভুল করে বার বার এক মুঠো বেলি ফুল বলছে।যেখানে গল্পের নামটাই মুঠো ভরা শিউলিফুল।আসল কাহিনী তো! গল্পের শেষের দিকে এসে জানলাম। গল্প টা মন ছুঁয়ে গেছে 🥰
হ্যা রে বোকা রা তোদের ভালোবাস আহয়ে গেছে! খুব সিম্পল একটা স্টোরি তাও কত গভীর প্রণয়াভুতি🤍🤍 মিম আপু, তোমার গল্প গুলো তে প্রতিটা ক্যারেক্টার এর যেই নিখুঁত অনুভূতি গুলো বর্নণা করো না, তা সত্যি অসাধারণ! সেই চরিত্র টা তখন নিজেকেই মনে হয়! মুঠোভরা শিউলিফুল দেয়ার মত এমন রেদওয়ান সব নীলাদের জীবনেই আসুক! 🤍
চমৎকার লাগলো। নীলা আর রেদোয়াননের জীবনের শুরুটা যতটা কষ্টের ছিলো শেষটা ততটাই প্রশান্তি দিয়েছে। সাইফকে একবার ভীষণ জানাতে ইচ্ছে করেছে সত্যিটা। রুবা আর হাসিবের কাহিনিটা আরেকটু হলে ভালো লাগত।কিন্তু গল্পটাতো আসলে তাদের না। সব মিলিয়ে সুন্দর মন ভালো করার মতো একটা গল্প।