চোখ বুজে আছে মায়া। সোহানের বুকে শব্দ শুনতে পাচ্ছে সে, ধুক-ধুক! এই হৃদস্পন্দটুকুও যেন মায়ার কাছে প্রেম! এই অনুভূতি কোনোদিন পূর্ণতা পাবে না সেই কথা জানে সে। তবুও পাল্লা দিয়ে বাড়ছে ভালোবাসা। কোনোকিছুরই তোয়াক্কা করতে ইচ্ছে করছে না। অনুভূতির স্রোতে নিজেকে ভাসানো ছাড়া আপাতত আর কিছু করার ইচ্ছে নেই তার, করবেও না। হোক না খারাপ পরিনতি, তাতে কি? জন্মলগ্ন থেকে শুরু করে এটুকু অব্দি আসার আগ পর্যন্ত খারাপের মাঝেই আটকে ছিলো সবকিছু। নতুন করে নাহয় হলো আবারও খারাপ কিছু। তাতে তার কিছু আসে যায় না। হয়ত একদিন সোহান তাকে ফিরে যেতে বলবে। ভুলে যাবে মায়া নামে কেউ একজন ছিলো তার জীবনে। তবুও তাকে ভালোবাসবে মায়া। দূর থেকেই বাসবে। মায়া ভালোবাসতে জানে। যে ভালোবাসতে জানে , সে কাছে থেকেও জানে, দূর থেকেও জানে।
Ei golpo ta niye bolar kono vasha e nai...eto sundor golpo ta...
Read all reviews on the Boitoi app