ছোট্ট এই মানবজনম কেটে যায় ভীষন প্রিয় স্বপ্নগুলো আঁকড়ে। নানারকম, নানারঙের স্বপ্নেরা প্রজাপতি হয়ে ডানা মেলে উড়ে বেড়ায় মনের আকাশে। চোখবোজা কল্পনায় স্বপ্ন ছুঁয়ে আমরা তৃপ্ত হই, সুখী হই। সেই স্বপ্ন সত্যি করবার আশায় ছুটতে থাকি স্বপ্নের পথ ধরে৷ পেছনে ফেলে আসি অনেককিছু। তারপর একদিন সেই স্বপ্ন কাছে এসে ধরা দেয়। আমাদের ছুটে চলা ক্ষান্ত হয়৷ আমরা পেছন ফিরে তাকাই। `` এতখানি পাড়ি দেবার বেলায় কি কি হারালাম সে হিসেব কষতে থাকি। কখনো আমরা খুব কাছের মানুষটাকে হারাই, কখনো স্বাধীনতা, কখনো প্রিয় মানুষটার সঙ্গে সুন্দর একটা বিকেল আবার কখনোবা সরল সুন্দর একটা জীবন। জীবন থেকে হারিয়ে যাওয়া মানুষ, হারানো মুহূর্তেগুলোর হিসেব কষতে কষতে বহু আকাঙ্খিত স্বপ্নটা আর সুন্দর লাগেনা৷ স্বপ্ন হাতের মুঠোয় থাকা সত্ত্বেও আকাশ ছোঁয়া সুখ নাগালে ধরা দেয়না। রয়ে যায় ঐ দূরে, ধরাছোঁয়ার বাইরে। সব স্বপ্ন আকাশ ছোঁয়ায় না, কিছু স্বপ্ন শেকলও পরায়। দুঃখের শেকল, অনুশোচনার শেকল।
সব স্বপ্ন আকাশ ছোঁয়ায় না, কিছু স্বপ্ন শেকলও পরায় 🥺
Read all reviews on the Boitoi app