"এই যে ঝাল মরিচ, কী খবর বলো?" "আপনি এভাবে রিকশায় উঠে বসলেন কেন? শান্তিতে থাকতে ভালো লাগে না আপনার?" "না! আই লাভ অশান্তি সো মাচ। আসো, একটা কিস করি।" সহন কথাটা বলল শুধু তাহমিকে বিব্রত করতে। কিন্তু সহনকে অবাক করে দিয়ে, তাহমি নিজেই চোখের পলকে কপালে ঠোঁট ছুঁইয়ে দিলো। ব্যাপারটা এত দ্রুত ঘটল যে সহনের ঘোর কাটতেই সময় লেগে গেল। মেয়েটা সত্যি সত্যি তাকে কিস করল? "আমিই দিলাম। এবার নামুন রিকশা থেকে। বেশি জ্বালাতন করবেন না।" সহন বুঝতেই পারছে না তার কী হলো। কিন্তু সত্যি, সে লাফ দিয়ে নেমে গেল রিকশা থেকে। মেয়েটা একেবারে আলাদা। "তাহমি! ইউ আর স্পেশাল ফর মি!" চিৎকার করে বলল সহন। আসলেই, চমৎকার একটি মেয়েকে সে পছন্দ করেছে। অথচ ছোটবেলা থেকেই এই মেয়ে তার চক্ষুসমুখে ছিল।
"সহন ও তাহমি জুটি অনেক ভালো লাগছে। তাহমি অনেক ওপেন সহনের সাথে। এটাই উচিত। সবারই ভালোবাসার মানুষের সঙ্গে এমন সম্পর্ক হওয়া উচিত। দুজনের কেমিস্ট্রি দারুন ছিল। আপু তোমার লেখা দারুণ লাগলো। ❤️❤️❤️❤️❤️"
মাশাল্লাহ মাশাল্লাহ। অসাধারণ সুন্দর গল্পটা।🤭 হেব্বি রোমান্টিক।সহনশীল চৌধুরী। 🥵 দারুন। আমার হেব্বি ভালো লাগছে গল্পটা।😌 তোমার প্রথম ই-বুক বা গল্প যাই বলো প্রথম পড়লাম।সুন্দর লাগছে। চমৎকার। 🫶😌 ভালোবাসা নিও আপাই। আর এমন রোমান্টিক রোমান্টিক গল্প উপহার দিও।🙈 এক কথায়, দারুন চমৎকার। অসাধারণ 😌 রেটিং:৫/৫ আহানা🖤🥀
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হয়ছে আপু। তবে আমার মনে হয় আরো দুই -একটা চরিত্র থাকলে আরো সুন্দর হতো। ওদের সংসার টা আর একটু এগিয়ে নিলে ভালো হতো।যাই হোক আমি প্রথম কোনো ই-বুক কিনলাম ভালোই লেগেছে।আরো সুন্দর সুন্দর গল্প উপহার দিয়েন। সহন- তাহমির জুটি টা অসাধারণ ছিল। ধন্যবাদ আপু। অনেক গুলা ভালোবাসা 🥰🥰
খুব খবু ভালো লাগছে আপু তোমার গল্পগুলো
সহন ও তাহমি জুটি অনেক ভালো লাগছে। তাহমি অনেক ওপেন সহনের সাথে। এটাই উচিত। সবারই ভালোবাসার মানুষের সঙ্গে এমন সম্পর্ক হওয়া উচিত। দুজনের কেমিস্ট্রি দারুন ছিল। আপু তোমার লেখা দারুণ লাগলো। ❤️❤️❤️❤️❤️
তাহমি+সহন জুটিটা বেস্ট ছিলো।খুব ভালো লেগেছে। আগামীর জন্য শুভকামনা রইলো।🥰
সহন-তাহমির জুটি বরারার ই সুন্দর।আর তাদের নিয়ে লেখা প্রতিটি গল্পই দারুন💙
মাত্র ১২ মিনিটে পড়ে শেষ করলাম। সহন আর তাহমির জুটি খুব সুন্দর ছিল 💜 সবশেষে বলতে পারি লেখা খুব ভালো ছিল। এভাবেই এগিয়ে যান, শুভকামনা রইল।🖤
আর একটু এগিয়ে নিয়ে গেলে ভালো হতো ।
সহন আর তাহমি এর কেমিস্ট্রি এর উপর কোনো কথা নেই 🙈