Authors
Explore our collection of books across different authors
তাসমিয়া তাসনিন প্রিয়া
14
Books
1405
Followers
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় ০৮ ই মার্চে জন্ম তাসমিয়া তাসনিন প্রিয়ার। তবে এটা উনার লেখালেখির জন্য ছদ্মনাম। লেখালেখির শুরু তার প্রথম ২০১৯ সালে। অনলাইন প্লাটফর্মে লেখালেখির মাধ্যমে তার সাহিত্যের জগতে প্রবেশ ঘটে। বই পড়তে ভীষণ ভালোবাসেন তিনি। বর্তমানে তিনি স্থানীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছেন। ❝নীরবে রাত্রি নামে❞ ( রোমান্টিক থ্রিলার) এটি তার লেখা দ্বিতীয় উপন্যাস। ❝বিষণ্ণ প্রজাপতি❞ (বইমেলা ২০২৩) উনার লেখা প্রথম উপন্যাস। পাঠকদের ভালোবাসায় মত্ত হতে চান তিনি। সকলের হৃদয়ে কলমের আঁচড়ে দাগ কাটতে চান