"আপনি কি লেখাপড়া জানেন, মিস অনিমা? ইংরেজি বোঝেন?" "আমি আপনাকে ভালোবাসি। নিন, বাংলায় বললাম।" আয়ান সামনে থাকা গ্লাসটা হাতে নিয়ে পানিটুকু নিঃশেষ করে শান্ত হয়ে তাকাল অনিমার দিকে। যার একটি কথায় আয়ানের অবস্থা বেসামাল হয়ে গেছে, সে নিজেই কতটা স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে আছে—সেটাই দেখছে আয়ান। এমনিতে কত রাগ হতো অনিমার ওপর, অথচ একটি কথা কেমন শান্ত করে দিল আয়ানকে! অনিমা ভ্রু নাচিয়ে ইশারা করল—কী হয়েছে, এমন কিছু বোঝাতে হয়তো। অনিমা নিজেও তো ভাবেনি, এই হুটহাট ক্ষেপে যাওয়া বসের প্রেমে পড়ে যাবে সে!
আয়ান-অনিমা বেশ পছন্দের দুটি চরিত্র। ধন্যবাদ আপা ওদের এত দারুনভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য। শুভকামনা রইলো আপা। এত্তো এত্তো ভালোবাসা নিও😘😘 আর হ্যাঁ, আমার জন্য তাড়াতাড়ি একটা আয়ান খুঁজে দাও🤭
Read all reviews on the Boitoi app
Kub sundor
আরেকটু হট হট গল্প হলে ভালো লাগতো 😞😞 বাসর টাসর দেখার আগ্রহে ছিলাম লেখিকা দেখতে দিলো না।রোমান্স এর লোভ দেখিয়ে লেখিকা আমার সারজিস জান্সরে নিতে দেয় নাই 😞😞😞 যদিও নিজের বেডার গল্প ভাল্লাগছে😞😞
সুন্দর একটি গল্প। সাবলীল ভঙ্গিমায় লেখা। ভালো লেগেছে।
বেশ ভালো
অনেক অনেক ভালো হয়েছে আপু অসাধারণ গল্প
দারুণ গল্প