তূর্ণ ফায়াজ চৌধুরী— দেশের সবচেয়ে কাঙ্ক্ষিত সুপারস্টার। যার এক চাহনি তোলপাড় করে দেশ। আর তানহা ইসলাম রোশি? একটা চলন্ত ঝড়! দুষ্ট, চঞ্চল, কথায়-আচরণে পাগল করা রসিক মেয়ে! যার জবাব শুনে তূর্ণও অনেক সময় কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে যায়! কে জানত, সুপারস্টারের পরিপাটি জীবনে এমন একটা গোলাপি বিস্ফোরণ ঢুকে পড়বে? গম্ভীর স্বভাবের সুপারস্টার তূর্ণের সঙ্গে রোশির বিয়েটা কি আসলেই অনাকাঙ্ক্ষিত ছিল? না-কি এর পিছনে ছিল অন্য কোনো গল্প?
অসাধারণ
Read all reviews on the Boitoi app
#রিভিউ (হালকা করে) #আমার_সুপারস্টার (এটা যেমন একটা গল্পের নাম তেমন আমার ইমোশন ও) শুরুতে আপনাকে এত্তগুলা ভালোবাসা আপু আমায় এত কিউট একটা ই-বুক গিফট করার জন্য। আমি ই-বুক পড়তে পারি না বিকাশ নাই বলে কিন্তু গিফট পেয়েছি অনেক লেখিকা আপুদের কাছ থেকে তার মধ্যে অন্যতম হলো আপনার এই ই-বুক টা। এটাকে অন্যতম বলার কারণ হলো আমার পড়া ই-বুক সংখ্যার মধ্যে এটাই সব চেয়ে বড় ই-বুক আপু। আপনাকে আমি চিনি হামিংবার্ড গল্প থেকে সেই থেকেই আপনার প্রত্যেকটা গল্প প্রত্যেকটা ই-বুক পড়ার ইচ্ছে। হামিংবার্ড গল্পের জন্য অনেক অপেক্ষায় থাকতাম কিন্তু কখনো রেসপন্স করতাম না কারণ আমি নিরব পাঠিকা। যাইহোক ফেইসবুকে #আমার_সুপারস্টার ই-বুকের রিভিউ দেখে পড়ার অনেক ইচ্ছে জেগেছিলো বিকাশ নাই বিধায় পিড়তে পারিনি কিন্তু আপনাকে বলায় আচানক আপনি গিফট দিয়ে দিলেন একজন পাঠিকা হিসাবে এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এই ই-বুক এর প্রত্যেকটা চরিত্র প্রত্যেকটা কাহিনি প্রত্যেকটা নাম অসাধারণ। গল্পটা একেবারে সাধারণ কিন্তু গল্পের কাহিনিটা ছিল সাধারণের মাঝেও অসাধারণ। এমন একটা সাদামাটা গল্পের মধ্যে যে অকল্পনীয় সৌন্দর্য লুকিয়ে থাকবে না পড়লে হয় তো জানতাম না। গল্পটা আমার অনেক ভালো লাগলো আপু এই গল্প পড়ে আপনার প্রত্যেকটা ই-বুক পড়ার ইচ্ছে জাগছে কিন্তু আফসোস আমার বিকাশ নাই সে যাইহোক এটা পড়েও আমি ভীষণ খুশি। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহুর্ত আমায় মুগ্ধ করেছে প্রতিটি পদে পদে। লেখার ধরন অসাধারণ আপু যতই বলবো কম হবে তাই আপনার এই ছোট্ট পাঠিকা থেকে আপনার জন্য এতটুকু ভালোবাসাই🤍🕊️ আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না আপু আপনার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো আপনার লিখালিখির যাত্রা আরও দীর্ঘ হোক……✍️✍️ গিফটের জন্য স্পেশালি ভালোবাসা রইলো আপু……🤍🕊️
সত্যি খুব ভালো লাগলো বইটা, আর রোশী আর তুর্ণর জুটি টা নিয়ে কোনো কথা হবে না, এক কথাই অসাধারণ হয়েছে!🥰🌸❤️
সুন্দর
যেদিন থেকে শুনছি "আমার সুপারস্টার" এটা ই-বুক বাইর হবে আর ই-বুকের কিছু অংশ ফেসবুকে দিছো সে দিন থেকে অপেক্ষা করছি কবে এটার ই-বুক বাইর হবে।আর আজ এটার অপেক্ষার অবসান হলো।অনেক ভালো লাগছে আর লাষ্টে ওদের রোমাঞ্চ মূহুর্ত গুলো পড়ে লজ্জায় লাল নীল হয়ে গেছি🌚👀