“সুপ্রভাত, প্রেমিকা।” ঘুম জড়ানো কণ্ঠে বলল দুলফিকার। আরিবা মুচকি হাসল। শরীরে তার অনেক ব্যথা। এমনিতে ভীষণ যত্নশীল দুলফিকার, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে একটুও ছাড় দেয় না আরিবাকে। “সুপ্রভাত।” দুলফিকার শোয়া থেকে উঠে বসলো। আরিবার গলার দিকে তাকিয়ে মুচকি হাসল। শরীরের সব জায়গায় দুলফিকার গতকাল ক্ষত বানিয়ে ছেড়েছে। “ব্যথা করছে?” ইশারায় জিজ্ঞেস করলো দুলফিকার। আরিবা ম্লান কণ্ঠে বলল, “ওভাবে ছুঁলে ব্যথা তো করবেই!” “কী করবো প্রেমিকা? আমার তো একটু-আধটু আদরে পোষায় না।” আরিবা ধীরপায়ে বিছানা থেকে নেমে দাঁড়াতে চাইলো কিন্তু পারল না। পা দুটো অবশ হয়ে গেছে। সহসাই মেঝেতে বসে পড়লো মেয়েটা। দুলফিকার চোখের পলকে আরিবাকে কোলে তুলে নিয়ে আবারও বিছানায় শুইয়ে দিল। “কোথায় যাচ্ছিলে?” “নাস্তা তৈরি করতে হবে না? খিদে পেয়েছে।” দুলফিকার মুচকি হাসল। প্রথমে জাদুর সাহায্যে আরিবার শরীরে সব যন্ত্রণা দূর করে দিলো সে। তারপর তুড়ি মেরে হরেকরকমের খাবারদাবার সামনে হাজির করলো। আরিবা অবাক হয়ে তাকিয়ে আছে কেবল। “এখন খাও।” “তুমি! তুমি সবকিছু জাদু দিয়ে কীভাবে করো?” শোয়া থেকে উঠে বসলো আরিবা। দুলফিকার ওর খোলা চুলগুলো খোঁপা করে দিতে লাগলো। “কারণ আমি জিন। আর এসব জাদুকরী শক্তি জন্মসূত্রে পেয়েছি।” “ওহ আচ্ছা।” “জি, প্রেমিকা।”
best story❤️but aktai problem golpo ta download hoy na ba save o tky na
Read all reviews on the Boitoi app
এত্তো সুন্দর হইছে গল্প টা কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না। আর গল্প টা অনেক অনেক অনেক বেশি রোমান্টিক একটা গল্প। আর দুলফিকারের কথা কি বলবো সাইকো একটা নায়ক আর নায়িকা হলো সহজ সরল স্বভাবের। ওদের জুটি টা বেস্ট ছিলো। আর লেখিকা সুন্দরী কে অনেক ধন্যবাদ আমাদের এতো সুন্দর একটা গল্প উপহার দিয়েছে সেই জন্য। এমন টাইপ গল্প আরও চাই সুন্দরী। অশরীরী টাইপ গল্প পড়তে যেমন ভয় লাগে তেমন কিউরিওসিটি জাগে আর সেখান থেকেই পড়ার আগ্রহ প্রকাশ করা যে কেমন হবে। তবে আমি অনেক খুশি গল্প টা পড়ে। মনের মতো একটা গল্প পড়লাম অনেক দিন পর। গল্প টা খুব খুব খুব ভালো হইছে। আবারও থ্যাংকিউ সুন্দরী এতো সুন্দর গল্প পাঠকদের উপহার দেওয়ার জন্য 🥰🥰🥰
Kubi valo laglo boiti pore onk romantic ❤️❤️❤️💝💝
সুন্দর 🥰 তবে আমি চার পর্যন্ত পাইছি। আর পাচ্ছি না কেন?
যেহেতু আমি অশরীরী,থ্রিলার গল্প পড়তে পছন্দ করি তাই সেই কৌতূহল থেকেই আসলে আশিক আল জিন নামক গল্পটা পড়া শুরু,, একদিন হঠাৎ করেই গল্পটা সামনে আসাতে চেক করে দেখি রানিং গল্প,, তাই সেভ করে রেখেছিলাম,,লেখিকা লেখা শেষ করলে পড়ব বলে কিন্তু গল্পের নামটা কেন জানি সেই ধৈর্য্য ধরতে দিলোনা🙄যাই হোক,যখন দেখলাম লেখিকা প্রতিদিন গল্পটা দিচ্ছে তখন তো একদম সোনায় সোহাগা,,আমারে আর পায় কে😁পরে আস্তে আস্তে দেখলাম গল্পের প্লট চেঞ্জ হচ্ছে সাথে এক দুই দিন পর পর আসছে 🥲শুরুই করেছিলাম জ্বিন আর মানুষের প্রণয় এর জন্য,,,পরে লেখিকা ঘোষণা দিলেন যে,কি সমস্যার জন্য যেন প্লট চেঞ্জ করেছেন আর শুরুটা যা ভেবে করেছিলেন তার প্রকাশ ঘটাবেন ইবুক এ,,,সাথে থাকবে লুচু দুলফিকারের আরও এক্সট্রিম লেভেলের উত্তেজনা নামক কাজ কাম আর কি😁,,,যাই হোক,,অপেক্ষায় ছিলাম কবে পাবো,,,অবশেষে আসলো এবং আমি কিনলাম,,লেখিকা এটা জেনে খুশি হবেন যে,ইবুক এ এটাই প্রথম আমার কেনা কোনো বই,,এর আগে কখনো এটা নামাইও নি ফোনে,,,আমি কিন্তু প্রায় অনেক গল্প ই পড়ি,,,সেই জায়গা থেকে ইবুকটা কিন্তু আমার পরিচিত হবার কথা বেশ বাট আমি যাস্ট শুনেই গেছি কখনোও নামানোর মতো প্রয়োজন বোধ করিনি,,, অবশেষে পড়া শুরু করলাম লুচু দুলফিকার রে,,ওরে আমার সেই শুরু থেকেই পছন্দ ছিলো যখনও কিনা লেখিকা ওরে ভিলেনের রুপে প্রকাশ করাচ্ছিলো সেই সময় অবদি যদিও পরে সেই ভুল ভেঙে গেছে পর্বে পর্বে,,,ভাই ও বোনেরা বিশ্বাস করেন,,,আপনার ধারণার বাইরে গিয়া ওই বেডার আই মিন জ্বিনটার ভালোবাসার উত্তেজনায় উত্তেজিত হইয়া থাকে সময়ে অসময়ে,,আকাশ,পাতাল কিচ্ছু বাকি রাখেনাই আরিবারে অচেতন করতে(ভালোবাসার অত্যাচারে😝) আরে বেডা,তোরও তো বুঝতে হইবো তুই হইলি গিয়া জ্বিন,,তোর উত্তেজনা কি ওই সামান্য মেয়ে মানুষটা নিতে পারে,,বার বার বেহুশ করার কোনো মানে হয়🐸সেইসব পইড়া আমি নিজেই আমার জামাইরে মিস করা শুরু করছিলাম😶কি সাংঘাতিক ব্যাপার সেপার,,যাই হোক,,সবকিছুর শেষে হেপি এন্ডিং হইছে🥰 এই যে একটা রচনা লিখে ফেললাম,,,বিশ্বাস করেন,,,এইস----ব কিছু ওই লুচু দুলফিকারের উত্তেজনার ধারে কাছে ও নাই🫣🫣 যারা খুব বেশি ডার্ক রোমান্টিক গল্প পড়তে চান তারা মাস্ট পইড়েন,,,আর যদি আরিবার জায়গায় নিজেরে কল্পনা করেই ফেলেন,,তাইলে তো ইয়ামেতে কুদাসাই🤣
এত্ত সুন্দর হইছে যে কি বলবো ভাষা খুজে পাইতেছি না🫣 অনেক অনেক অনেক রোমান্টিক একটা গল্প অনেক ভাল্লাগছে 🥰 আর দুলফিকার এর কথা কি বলবো সাইকো নায়ক 👩❤️👨আরিবা সরল স্বভাবের নায়িকা 🫠 আর গল্পের লেখিকা কে অবিরাম ভালবাসা এত্ত সুন্দর আর রোমান্টিক একটা গল্প আমাদের উপহার দেয়ার জন্য 🤭🤭🤭🤭🖤🖤🖤🖤🖤
এই গল্প তো আমি সাত পযন্ত পড়ছি আর পাচ্ছি না কেন