রোশন মেহেকের কানে ঠোঁট ছুঁইয়ে ফিসফিস করে কী যেন বললো । মেহেকের রাগে মেজাজ খারাপ লাগছে। কবে যে পল্লব এখান থেকে ওকে নিয়ে যাবে! " আপনার মতো লুচ্চামি আমার দ্বারা হয় না বলেই আনরোমান্টিক মনে হচ্ছে? আমি সুযোগ পেলে আপনাকে প্রাণে মেরে ফেলবো। " রাগে ফুঁসে বলে উঠলো মেহেক। রোশন ডোন্ট কেয়ার মুডে আছে যেন। " মেরে দাও না। কে বারণ করেছে বলো? আমি তো তোমার হাতেই মরতে চাচ্ছি। এসো শেষ করো আমাকে!" রোশনের থুতনি বেয়ে বৃষ্টির জল মেহেকের ঠোঁটে পড়তেই হেসে উঠলো রোশন। মেহেক হাত দিয়ে দ্রুত ঠোঁট মুছে ফেললো। " আমার শীত লাগছে। ছাড়ুন প্লিজ।" মেহেকের কষ্ট হচ্ছে শুনে এক মুহুর্ত বিলম্ব করলোনা রোশন। দ্রুত ওকে বাহুডোর থেকে আলগা করে একটু দূরে সরে দাঁড়াল।
খুবই সুন্দর
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর একটা গল্প 💖
মনে হলো বই টা পড়িনি নিজের চোখের সামনে দেখেছি। প্রতি টা লাইন অনুভব করেছি। মৃত্যুর আগ মুহূর্তে সুখের সংবাদ দিয়েও মেহেক আর রোশন সেই সুখ ভোগ করতে পারল না মনে হলো আমার ই কষ্ট হচ্ছে। মানুষ ঠিক ই বলে বেশি ভালোবাসা সুখ বেশিদিন টিকে না গল্পে বা বাস্তব কোনোটায় ই না🙂