কলেজ পড়ুয়া এক মেয়ে সহস্রাব্দী। কৈশরের গন্ধ এখনো তার গা থেকে যায়নি। বড় বোন শতাব্দীর বিয়ের এত এত জমজমাট আয়োজনের মাঝেও কোনো এক ফাঁকে তার দেখা হয়ে গেল উৎপলের সাথে। এদিকে সহস্রাব্দীর হাতে বেশি সময় নেই। কেন নেই? সহস্রাব্দী কেবল নিজেই সেই কথা জানে। আর কাউকে সে জানাতে চায় না। উৎপল যার নামের অর্থ কিনা পদ্মফুল, যাকে সহস্রাব্দী ভালোবেসে ডাকে শতদল, তাকেও জানতে দিতে চায় না। তবু উৎপল একদিন ঠিকই জানতে পারে সহস্রাব্দীর সত্যিটা। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে যায়। তবুও কি সহস্রাব্দীকে শেষ অবধি দেয়া প্রতিশ্রুতি সে রাখতে পেরেছিল? জানতে হলে পড়তে হবে নিলীশা নীলের লেখা উপন্যাস "তোমার শতদল"।
খুব খুব ভালো লাগছে
Read all reviews on the Boitoi app