Authors
Explore our collection of books across different authors
নিলীশা নীল
9
Books
63
Followers
জন্ম ১৬ই এপ্রিল ২০০২, ঢাকা সিএমএইচ। পিতা জাহিদুল ইসলাম উকিল ও মাতা শামীমা ইয়াসমিন (লাকী)। বড়বোন জাশানা ইসলাম পেশায় পুরকৌশলী ও ভাই মুকরামিনুল ইসলাম সেনা কর্মকর্তা। সর্বকনিষ্ঠ ও সকলের আদরের নিলীশা সেই শৈশবের হাঁটি হাঁটি পা থেকে বাবা মায়ের হাত ধরে ভাই বোনের সাথে ২১শে বইমেলায় যাত্রা শুরু করে। বাবা সরকারি কর্মকর্তা হওয়ার কারণে ঢাকার বাইরে বদলি হলেও ২১শে বইমেলা সে তখনো ভুলেনি। তার সমবয়সী বন্ধুরা যখন বাণিজ্য মেলা বা অন্য মেলা নিয়ে ব্যস্ত সে তখন শুধুই বইমেলা নিয়েই চিন্তা করেছে এবং পরিবারের সাধ্যমত বই কিনেছে। বইয়ের প্রতি প্রবল আগ্রহী নিলীশা কয়েকবার পেয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রের সেরা পাঠক পুরষ্কার। সেই সাথে বিভিন্ন সময় বিভিন্ন গল্প লেখা প্রতিযোগিতা, বই পড়া কনটেস্ট, সাহিত্য কুইজ ইত্যাদিতেও অর্জন করেছে বেশ কয়েকটি পুরস্কার। বাড়িতে গড়ে তুলেছে ছোট্ট লাইব্রেরি। প্রাইমারি স্কুলে থাকা অবস্থায় তার লেখালেখির শুরু। মাত্র ১৫ বছর বয়সে তার লেখা রোমান্টিক উপন্যাস 'আজ এই মেঘলা আসমান' ২০১৮ সালের ২১শে বইমেলায় প্রকাশিত হলে সকল বয়সের সচেতন ও রুচিশীল পাঠক সমাজে ভূয়সী প্রশংসিত হয়। তারপর থেকে প্রতিবছরই ২১শে বইমেলায় এই নব্য লেখিকা বই বের করে চলেছেন। কৃতিত্বের সাথে ২০১৭ সালে শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজ থেকে মাধ্যমিক এবং ২০১৯ সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বর্তমানে নিলীশা চট্টগাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েটে) স্থাপত্য বিভাগে অধ্যয়নরত।