আজকালকার যুগে পারিবারিকভাবে স্থিরকৃত বিয়ে বিলুপ্তপ্রায়। সবাই প্রেম করে বিয়ে করছে। কিন্তু নিজের চতুরতা ও ভিন্ন ভিন্ন ভাবধারা দিয়ে রাজু ঘটক তার পেশাটি টিকিয়ে রেখেছে। তার ঘটকালীর সবকিছু ভালোই চলছিল। হঠাৎ একদিন অদ্ভুত একটা বিয়ের সম্বন্ধ এসে স্থান পায় তার ঝুলিতে। একই পরিবারের দুই বোন যারা কিনা একজন আরেকজনকে ছাড়া এক মুহুর্ত থাকতে পারে না তাদের আবদার তারা একই পরিবারের দুই ভাইকে বিয়ে করে সেই পরিবারের দুই বউ হয়ে যাবে। রাজু ঘটকের বিষম ওঠে। একই পরিবারের দুই বিয়েযোগ্য কাছাকাছি বয়সের ভাই খুঁজে বের করা কি চাট্টিখানি কথা! শেষ পর্যন্ত কি সে বিয়েযোগ্য দুই ভাইকে খুঁজে বের করতে পেরেছিল? রাজু ঘটক মহাবিপদেই বা কেন পড়লো? জানতে হলে পড়তে হবে নিলীশা নীলের রম্য উপন্যাস "রাজু ঘটকের মহাবিপদ।"