যুগ ও সৃষ্টি নাট্যশালা সিসৃক্ষার তৈরি করা এক থিয়েটার। অজপাড়াগাঁয়ের এই থিয়েটারটিতে বছরের বিশেষ বিশেষ সময়ে দু'একটি নাটক মঞ্চস্থ হলেও আদতে কোনোভাবেই সিসৃক্ষার ভাগ্য খুলছে না। অর্থ, লাভ, মুনাফা যেন তার দিকে মুখ তুলে চাইছে না। সিসৃক্ষা একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ড্রামা অ্যান্ড পারফরম্যান্স স্টাডি নিয়ে পড়াশোনা শেষ করেছে। তার বাবা-মায়ের ইচ্ছা, সে শহরে গিয়ে বড় কোনো থিয়েটারে যোগ দিয়ে অনেক নামডাক অর্জন করুক। কিন্তু সিসৃক্ষা এই অজপাড়াগাঁ ছেড়ে যেতে নারাজ। হঠাৎই একদিন অনেক দূরের লোকালয় থেকে তার জন্য একটি অভিনয়ের প্রস্তাব আসে। এ যেন জীবন্ত চলচিত্রে অভিনয়। সিসৃক্ষা কি গ্রহণ করবে অভিনয়ের প্রস্তাবটা? সে কি রাজী হবে এই অজপাড়াগাঁ ছেড়ে এতদূরে কয়েকটা মাত্র দিনের জন্য অর্থ উপার্জন করতে? জানতে হলে পড়তে হবে "কায়া ও কীর্তি"।