সামায়েল সারাহকে ভালোবাসে অনেক বছর ধরে। বছরের পর বছর কেটে যায় সারাহ জানতে পারে না। সামায়েল বলে উঠতে পারে না। তবু একদিন সাহস করে যেন বলে ফেলে। কিন্তু সাথে সাথেই জগৎ সংসার, সমাজ, পরিবার তাদের সামনে বাঁধা হয়ে দাঁড়াতে শুরু করে। সামায়েল আর সারাহ কি কাটিয়ে উঠতে পারবে এই বাঁধা? না কি হাজার বছর ধরে চলা দেশীয় কৃষ্টি ঐতিহ্যের কাছে তারা হার মানতে বাধ্য হবে?