শাহিদা বেগম প্রায়ই রাতে স্বপ্ন দেখেন একজন নীল বেনারসি পরা বউকে। তার ধারণা তার বাড়ির বিয়েযোগ্য কোনো ছেলেমেয়ের বিয়েতে বিপদ আসন্ন। তার মেয়ের শতরূপার বিয়ে ঠিক হলে ঠিক শাহিদা বেগমের স্বপ্নে দেখার মতো একটি নীল বেনারসি কেনে। আর তারপর থেকেই শতরূপার একের পর এক বিয়ে ভাঙতে থাকে। এ কি সেই বেনারসির দোষ? নাকি এর পিছনে আছে অন্য কেউ, অন্য কারো চাওয়া, পাওয়া, সুখ দুঃখ? জানতে হলে পড়তে হবে নিলীশা নীলের লেখা "রৌপ্যদিগের বেনারসি"।
সমাজে এমন অনেক মেয়েই আছে যাদের বিয়ে হতে দেরি হয় কারণ পাত্রপক্ষের মেয়ে পছন্দ হয় না। এই গল্পেও একই কাহিনী হয়। তবে এই গল্পের নায়িকার বিয়ে না হওয়ার পেছনে গভীর এক ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্রের জট খুলতে খুলতে মেয়েটির সাথে সাথে আপনিও হতবাক হয়ে যাবেন। অসাধারণ একটি বই 'রৌপ্যদিগের বেনারসি'। একটু পরপর টুইস্ট আর গল্পে আধুনিকতার ছোঁয়া গল্পটিকে অন্য লেভেলে নিয়ে গেছে। লেখিকাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি বই আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
Read all reviews on the Boitoi app
রোমান্স সেগমেন্টে আমার পড়া অনেক ভালো একটা বই❤️ ম্যামকে অনেক ধন্যবাদ এমন একটা বই উপহার দেওয়ার জন্য❤️
ভালোবাসা কখনো জেদের কাছে হার মানেনা। আমরা যতই পালিয়ে যেতে চাই না কেন,দিনশেষে আমাদেরকে আমাদের নির্ধারিত নীড়ে ঠিকই ফিরতে হয়।