তাকওয়া চাকুরিজিবী একজন মেয়ে। বাসায় তার বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে। অন্যদিকে তানভীর একজন বেকার যুবক। টিউশনি করে কোনোরকমে হাত খরচটা চালায়। একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে। কেউ কাউকে চেনে না। কিন্তু একদিন তাদের দেখা হয় আকস্মিকভাবে। আর তারপর থেকেই ঘটতে থাকে একের পর এক অঘটন, অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনা। তবে শেষটা গিয়ে কী হলো? শেষটা না হয় অধরাই থাকুক।