নাজ একা একা রাস্তা পার হতে ভয় পায়। তাই সায়েম প্রতিবার সযত্নে তার হাত ধরে রাস্তা পার করিয়ে দেয়। বাচ্চাদের মতো মাছের কাঁটা বাছতে অক্ষম নাজ। বিরক্তি নিয়ে হলেও সায়েম সেই কাঁটা বেছে দেয়। গত মাসে গুরুতর জ্বরে পড়ে নাজ। একসঙ্গে পাঁচটা আইসক্রিম খাওয়ার জন্য সায়েম তাকে বকেছিল। তবে ঠিকই অফিস থেকে ছুটি নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। সারাটা দিন থেকেছে তার পাশে। এভাবেই, একটু একটু করে সায়েমের প্রতি নাজের ভালো লাগা পরিণত হয়েছে ভালোবাসায়। ভালোবেসে ফেলেছে ঠিকই। তবে ভালোবাসার পরবর্তী পদক্ষেপ কী, তা নাজের জানা নেই। কী করবে এবার সে? সায়েমকে জানিয়ে দেবে? কিন্তু জানালে যদি সায়েম কঠিন ধমকে দমিয়ে দেয় তাকে? তবে কি ধমকের ভয়ে আজীবন ভালোবাসাটা অপ্রকাশিতই রয়ে যাবে? না-কি নাজ কিছু বলার আগেই সায়েম নিজে থেকে বলবে তার ভালোবাসার কথা? ধুর! সে তো অসম্ভব! তবুও কেন যে অবাধ্য মনটা বসে আছে অসম্ভবের অপেক্ষায়!
বরাবর এর মতোই সুন্দর লিখেছে💖
Read all reviews on the Boitoi app
ভীষণ ভীষণ সুন্দর একটা গল্প পড়লাম যেটা হাওয়াই মিঠাইয়ের মতো আদুরে মিষ্টি। ভালোবাসা রইল লেখিকার জন্য। ❤️
সায়েম আর নাজের মিষ্টি গল্প।
Osadharon
অনেক সুন্দর ছিল গল্পটা,,,,,,
অনেক সুন্দর ❤️
vison sundor❤🥰
লেখিকার লিখনশৈলী দারুণ, গল্প টা এককথায় অসাধারণ। নাজ- সায়েম জুটিটা দারুণ ছিলো ❤️❤️❤️
অসম্ভব সুন্দর হয়েছে। ❤️❤️
কি বলবো এক কথায় অসাধারণ। বরাবরের মতোই সুন্দর