Authors
Explore our collection of books across different authors
অতন্দ্রিলা আইচ
8
Books
1447
Followers
অতন্দ্রিলা শব্দের অর্থ, তন্দ্রা যাকে স্পর্শ করতে পারে না। মহামারিকালীন স্থবির সময়ে অতন্দ্রিলা নিতান্তই কৌতূহলের বসে পা রাখেন লেখালেখির আশ্চর্য জগতে। কৌতূহল নিবৃত্ত হলেও আশ্চর্য জগত থেকে বের হতে আর পারেননি। সেই থেকেই লেখালিখিই তার ধ্যান-জ্ঞান, আসক্তি। ২০২২ থেকে নিয়মিত ফেসবুক এবং ই-বুক প্ল্যাটফর্ম বইটইয়ে লিখছেন তিনি। তার বইয়ের পাতায় লেখার স্বপ্ন পূরণ করলো ‘সুপারস্টার সাহেব’। অতন্দ্রিলা আইচ ২০০৬ সালের ১৪ই মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন। ২০২৫ সালে হলি ক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তিনি।