‘আজ থেকে ঠিক সাত দিন পর তুমি আমার প্রেমে পড়বে। শুধু পড়বেই না, রীতিমত ভেসে বেড়াবে। যেদিকে তাকাবে, সেদিকে শুধু আমাকেই দেখবে। ঘুমের ঘোরেও আমার কথাই ভাববে। আজ পালিয়ে বেড়াতে চাইলেও, সাত দিন পর আমার কাছে আমাকেই ভিক্ষা চাইবে। চ্যালেঞ্জ!’ মিহি ভ্রু কুঁচকে বলল, ‘যদি চ্যালেঞ্জ হেরে যান? তাহলে দেবেন মুক্তি?’ মিহির চোখের ওপর কয়েকটা চুল এসে পড়েছে। আফসান তার দিকে ঝুঁকে আলতো স্পর্শে চুলগুলো কানের পেছনে গুঁজে দিলো। এদিকে, স্বামীর প্রথম স্পর্শে নিজের অজান্তেই তীব্রভাবে কেঁপে উঠলো। কেঁপে ওঠায় নিজেই আবার লজ্জায় গুটিয়ে গেল। মিহির কান্ড দেখে আফসান বাঁকা হাসি হেসে বলল, ‘যদি জিততে পারো, তাহলে যা চাও, তাই পাবে।’ মিহি ধীরে সোজা হয়ে বসলো। ঠিক আফসানের চোখের দিকে তাকিয়ে বলল, ‘বেশ, চ্যালেঞ্জ এক্সেপ্টেড। তবে মনে রাখবেন, সাত দিন কেন? সাতশ বছরেও আমি আপনার প্রেমে পড়বো না।’
আমার একজন প্রিয় লেখিকা, ফিরে আসা তার লেখা আমার প্রথম পড়া গল্প, এরপর তার লেখা সব গল্প আমার পড়া হয়েছে, Facebook, ই বুক৷ আজকে এই গল্প টা পড়লাম৷ মিহিকন্যা আর আফসান এর ভালোবাসা টা, তুমি এভাবে আমাদের একটা ভালোলাগা ভালোবাসা জায়গা পেয়ে গেছো,, আরো নতুন লেখার অপেক্ষায় রইলাম।। আর অনেক ভালোবাসা দোয়া রইলো তোমার জন্য,,, 🥰🥰🥰🥰
Read all reviews on the Boitoi app
Finally apnar ebook porei fellam.. Arshad r aura r maddhome apnake chini.. Onkdin ee shokh chilo Blockbuster ta porar kichu jotilota chilo tai pora hoye utheni..ajkei app ta download korsi..bhabsi age ota e porbo kintu otar jonno excitement jomiye rakhtesi.. tai ei vinno character diye shuru korlam.. Shundhor chilo ei chotto mishti golpo ta.. Dhonnobad eto shundhor golpo upohar deoar jonno..❤️❤️❤️
Onk cute chilo
অনেক বেশি সুন্দর আর মিষ্টি একটি ভালোবাসার গল্প। ভালোবাসার সংজ্ঞা আবার নতুন করে শিখলাম মনে হলো । ওদের ভালোবাসার গল্পে আবার ভালোবাসা কী উপলব্ধি করলাম। প্রচুর মিষ্টি। স্পেশালি পদ্মপুকুরের মুহূর্তটা। পুরোটা ভালোবাসাময়। আফসান - মিহি কে আবার পেলে কিন্তু মন্দ হয়না লেখিকা আপু।