‘বয়স কত?’ ‘আঠারো।’ ‘বয়ফ্রেন্ড আছে?’ ঢোক গিলল রিদা। এমনটা কখনো হয় না। ব্যক্তিগত প্রশ্নের জবাব সে নিজের বাবা-মাকেও দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। অথচ এই অচেনা পুরুষ এতটা অধিকারবোধ নিয়ে প্রশ্নগুলো ছুঁড়ে দিচ্ছে যেন জবাব দিতে রিদা একান্ত বাধ্য। কম্পিত কণ্ঠে সে বলল, ‘না।’ ‘আগে ছিল?’ ‘না।’ হামদান তীক্ষ্ণ গলায় বলল, ‘কখনো কোনো পুরুষ তোমাকে ছুঁয়েছে?’ রিদা বিরক্তমুখে বলল, ‘কী আশ্চর্য! আমাকে কেন কেউ...’ হামদান গম্ভীর গলায় বলল, ‘কাছেই এসো!’ রিদা ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল হামদানের দিকে। তবে তার চোখের দিকে তাকানোর সাহস করে উঠতে পারলো না। হামদান অতি সন্তর্পণে রিদার চোখের সামনে পড়া কয়েকটা চুল কানের পেছনে গুঁজে দিয়ে বলল, ‘আজ প্রথম কোনো পুরুষ তোমাকে ছুঁয়ে দেখলো। জীবনের শেষ দিন পর্যন্ত শুধু সেই ছুঁয়ে যাবে। যদি অন্য কারোর হাত তোমাকে স্পর্শ করে, তবে সেই হাত আমি কুচিকুচি করে কেটে নদীতে ভাসিয়ে দে
"অতন্দ্রিলা আপুকে চিনি অরা-আরশাদকে পড়ার পর থেকেই।তখন থেকেই পছন্দের তালিকায় যুক্ত হয়েছিল।সব লেখার মত এইটাও চমৎকার ছিল।পুরো টাকায় উশুল হয়েছে।আহ হামদান! তাকে একটু বিরক্ত লাগলেও ভালো লেগেছে বেশি।তার ব্যাক্তিত্বটা এত্ত জোস ছিল।পড়ে মন ভরেনি এদের।আরো পড়তে পারলে আরো বেশি ভালো লাগতো।তাদের নিয়ে আবার লিখো আপু।🫰"
Best akta golpo🤎
Read all reviews on the Boitoi app
অতন্দ্রিলা আপুকে চিনি অরা-আরশাদকে পড়ার পর থেকেই।তখন থেকেই পছন্দের তালিকায় যুক্ত হয়েছিল।সব লেখার মত এইটাও চমৎকার ছিল।পুরো টাকায় উশুল হয়েছে।আহ হামদান! তাকে একটু বিরক্ত লাগলেও ভালো লেগেছে বেশি।তার ব্যাক্তিত্বটা এত্ত জোস ছিল।পড়ে মন ভরেনি এদের।আরো পড়তে পারলে আরো বেশি ভালো লাগতো।তাদের নিয়ে আবার লিখো আপু।🫰
May this kind of love also finds me ♥️ Mind-blowing story ✨️
ভাই পুরা টাকা উশুল 💌
amazing
হামদানের ভালোবাসার প্রকাশটা ভালো লাগলো না। ৬ বছর প্রেম করলো,কিন্তু নিজেকে আটকে রাখলো,,ওদিকে রিদা কষ্ট পেলো। সব শেষে... থাক বেশি বলে স্পয়লার দেয়া হয়ে যাবে। হামদান কে আরও রোমান্টিক ভেবেছিলাম। আর রিদার জন্য কষ্ট লেগেছে।
Just Osadharon
অসম্ভব সুন্দর। আমি নিরব পাঠিকা কিন্তু কেন যেন মনে হলো এই লেখা নিয়ে কিছু না বললে অন্যায় হয়ে যাবে। সত্যিই আপনার লেখা অনেক সুন্দর
অসম্ভব সুন্দর,অনেকদিন পর কোন উপন্যাস এত ভালো লাগল
এত্ত সুন্দর ছিল কেন ইবুকটা? 😭তোমার সবগুলো ইবুক আমার কাছে আছে। সবগুলোর মধ্যে এটা বেস্ট লাগলো I swear 😭এতদিন আরশাদ-অরা প্রিয় ছিল। সরি আরশাদ-অরা বাট হামদান-রিদা আজ থেকে আমার বেশি প্ৰিয় 🤧হামদান ক্যারেক্টার টা অনেক বেশি সুন্দর হয়েছে। আরও পড়তে মন চাচ্ছে ওদের। কেনার আগেও ভাবছিলাম নতুন জুটি কেমন কী হবে? জাস্ট বিকজ এটা তোমার ইবুক তাই কিনে ফেললাম। And see, it was so freaking worth it...এদের নিয়ে একটা গল্প লিখিও পারলে please? 😭নাহলে একদিন সারপ্রাইজ পর্ব দিয়ো একটা। I want to read them again😭.. Loved the whole ebook💋