ছদ্মবেশে বইমেলায় ভিড়ের মধ্যে মিশে ছিল এ সময়ের জনপ্রিয় লেখক রাশা। খুব অদ্ভুতভাবে দূর থেকেই তাকে চিনে ফেলল একটা ছেলে। ঝড়ের বেগে ছুটে এসে ভনিতা ছাড়াই বলে বসলো, ‘ভালোবাসি’। প্রথম দর্শনে নিতান্তই ফালতু ধরনের ছেলে বলে মনে হয়েছিল আনন্দকে। অথচ সেই ছেলেটা পাঠক হয়েও রাশাকে লিখতে শেখালো। ভালোবাসার ঘরপোড়া হয়েও সেই ধ্বংসস্তূপে নতুন করে ঘর বাঁধলো তার জন্য। আর রাশা? লেখক হিসেবে পাঠককে তার এলোমেলো হাতের অটোগ্রাফ ছাড়া আর কী-ই বা দেওয়ার আছে? সেও তাই দিলো, ফ্রেমে বাঁধাই করে রাখার মতো একটি অটোগ্রাফ।