“কত বড় সাহস তোমার! আমাকে পাগল করে দিয়ে, আমার রাতের ঘুম উড়িয়ে তুমি নাচতে নাচতে আরেকটা ছেলেকে বিয়ে করতে চলে গেছো? আবার সেই বিয়ের কার্ড আমাকেই দিতে এসেছো? ইচ্ছা তো করছিল সেদিনই...” উত্তপ্ততার মাঝে নিজেকে বহুকষ্টে সামলালো আরশাদ। তার কল্পনায় যে অস্পষ্ট-অবছা ছবি ফুটে উঠেছে, তা এই মেয়েটাকে বললে লজ্জায় সে নির্ঘাত মূর্ছা যাবে। চুপ করলেও রাগটা সামলাতে ব্যর্থ হলো আরশাদ। ক্রুদ্ধ গলায় বলল, “বিয়ে করার খুব শখ না তোমার? আমার সামনে আসবে না তুমি? একদিন না একদিন আসতে তো হবেই! সেদিনই তোমার বিয়ের শখ ঘুচিয়ে দেবো আমি।” অরার চোখদুটো বড় বড় হয়ে আছে এখনো। আরশাদের এই বকাঝকা ব্যর্থ তার কর্ণকুহরে পৌঁছাতে। মস্তিষ্ক কেবল ওই একটা কথাতেই আটকে গেছে। আরশাদকে পাগল করে দিয়েছে কে? অরা? তার রাতের ঘুম উড়িয়ে দিয়েছে... অরা? অরার গলার স্বর আটকে গেছে। নিঃশ্বাসও আটকে গেছে। ক্ষতবিক্ষত হৃদয়টা মুহূর্তেই সেরে উঠে উন্মত্ত হয়ে নৃত্য শুরু করেছে। অরা বহুকষ্টে মুখে খুলে বলল, “স্যার...” আবারও প্রচণ্ড এক ধমক দিয়ে আরশাদ বলল, “ফোন রাখো! ফাজিল মেয়ে!” সঙ্গে সঙ্গে ফোন কেটে দিলো আরশাদ। আজও ঘুম উড়ে গেল অরার চোখদুটো থেকে। তবে আজ অশ্রু গড়িয়ে নয়, থ হয়ে বসে থেকে রাতটা পার করলো সে।
"কান্না পাচ্ছে।খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলো বোধহয়।আরশাদ অরাকে যতোবার পড়ি ততোবার এই পাগল হয়ে যাই।অসম্ভব সুন্দর লেখনী।"
অরা-আরশাদ💖💖 ভালোবাসা যখন পূর্ণতা পায় তখন তা অসাধারণ। অরার অনুভূতি যেমন সবটা জেনেছি,তেমনি আরশাদকে আরও বেশি দেখানো হলে মনটা আরো ভরে যেত। খুবই সুন্দর হয়েছে লেখাটা। শুভকামনা ও ভালোবাসা নিও,ছোটবনু💝
Read all reviews on the Boitoi app
Etao pore sesh kore fellam.. Sesh kn holo setha ni khub e upset.. aro porte mon chacche..facebook e jmn diner por din ekta ekta part ashe mone hocche ekhaneo hoito aro part jukto hbe notun kono plot ashbe notun kichu imagine korbo.. Kal e সাতদিন pora sesh kore tosh shoite na pere Blockbuster ta kine felechilam.. Khub e valo laglo.. Shhdu ekta e akkhep mishti muhurto aro kichu ghotona eishb jodi aro chapter jukto hoito aro boro hoito aro valo lagto😅😅 Jai houk..dhonnobad eto shundhor golpo upohar deoar jonno.. aro beshi beshi likhben.. apnr likha pore j anondo othoba j shanti ta khuje pai ota aj onk mash holo ar karo likha te khuje pacchi na tai apni ekta porbo den ekta pori erkom ei choli notun golpo khub ekta pora o hoi nai r..karon porte nilei apnr likha porte porte eto habituated hoye gesi j onno kisu ar mone dhore na..sorry.!! Onk boro likhe fellam..apnr jonno onk gula best wishes aro boro hoye uthun aro beshi beshi golpo upohar din.. Akhn shudu "সুপারস্টার সাহেব" ta kine pora baki Setha porar sujog er opekkha te achi.. Lots of love for Arshad and Aura..❤️❤️❤️
ভালো
অসাধারণ ❤🩹
Valo
Aura ar arshad ke nio ar koyekta porbo beshi dile aro jome jeto kintu amni kubi bhalo hoiche
কথা আর কল্প কে ছাড়া অসম্পূর্ণ লাগলো😞।Miss them so much💝💝💝
আরশাদ- অরা আমার সবচেয়ে প্রিয় একটা জুটি।এদের নিয়ে যত পড়ি ততই মুগ্ধ হয় আমি। আরশাদ - অরার ভালোবাসার দৃষ্টান্ত সত্যি অনন্য। অসম্ভব ভালো লেগেছে গল্পটা। লেখিকাকে অনেক অনেক ভালোবাসা❤️ শেষ হওয়ার পর ও মনে হচ্ছিলো,ইশ! আরেকটু যদি পড়তে পারতাম এদের নিয়ে। এক কথায় অসাধারণ একটা গল্প ছিল। আরশাদ আর অরাকে যতই বলি না কেনো তা মনে হয় কম পড়ে যাবে। ভালোবাসা নিও আপু❤️😊
গল্পটা অসাধারণ ছিল। অরা- আরশাদ জুটিটাও ভীষণ ভালোলাগার। তবে ওদের দুজনের কেমিস্ট্রি আরেকটু দেখালে মনটা ভরতো।
অসাধারণ লেখনী