শাফকাত তীক্ষ্ম গলায় বলল, ‘আবারও ঝগড়া করার সুযোগ খুঁজছো?’ সাবা ব্যস্ত ভঙ্গিমায় বলল, ‘না, না। আমি সত্যিই খুব জানতে ইচ্ছা করে।’ শাফকাত সোজাসাপ্টা জবাবে বলল, ‘তোমাকে বিয়ে করতে ইচ্ছা করেছিল, তাই বিয়ে করেছি।’ ‘সত্যি করে বলুন না!’ ‘সত্যিই তো বলছি। তোমাকে প্রথম দেখার পরই মনে হয়েছিল তুমি আমার। সারাজীবন তোমাকে যত্ন করে নিজের কাছে রাখতে হবে। তাই বিয়ে করেছি।’ সাবার হৃদয়টা স্পন্দিত হতেও ভুলে গেল। নিঃশ্বাস আটকে গেল। একবার মনে হলো সবটাই মিথ্যা। তাকে রাগিয়ে দেওয়ার জন্যে মিথ্যা বলছে শাফকাত। আবারও ঠিক পরমুহূর্তেই তার গভীর চাহনি আর কণ্ঠের দৃঢ়তা সাবার চিন্তাকে ভুল প্রমাণিত করে দিলো। সাবা কাঁপা কাঁপা গলায় বলল, ‘কেন?’ ‘কী কেন?’ ‘কেন মনে হয়েছিল এমনটা?’ শাফকাত একদৃষ্টিতে সাবার চোখের দিকে তাকিয়ে থেকে বলল, ‘সেটা তো আমার থেকে ভালো তুমি জানবে। কেন আমার এমনটা মনে হয়েছিল? আমি তো সুন্দরী মেয়েদের দিকে ফিরেও তাকাই না। তোমার মধ্যে কী এমন আছে যে আমার মনটা তোমার মাঝেই আটকে গেল?’ আরেকদফা এলোমেলো হয়ে গেল সাবা। ধুর! শাফকাতকে প্রশ্নটা করাই তার ভুল হয়েছে।
Mone hollo hut korei sesh hoye gelol!!!
Read all reviews on the Boitoi app
দারুণ হয়েছে 💖
অনেক পছন্দের একটা জুটি 🥰 খুবই ভালো লাগলো পড়ে, ওদের নিয়ে আরো একটু বেশি পড়তে পারলে মনে হয় বেশি ভালো লাগতো ☺️
বেশ সুন্দর, তবে বড্ডো ছোট্টো।
প্রিয় অতন্দ্রিলা... তোমার লেখা লেবু গল্প দিয়ে আমি তোমার লেখালেখি পড়া শুরু করেছি।শাফকাত আলম আর সাবা আমির চরিত্র তোমার লেখা যত গুলো গল্প পড়েছি তার মধ্যে বেস্ট লেগেছে। যদিও ফিরে আসাতে শাফকাত খলনায়ক তাতে কি? আমার পছন্দের চরিত্র হিসেবে শাফকাত আলমই থাকবে। আই জাস্ট লাভ হিম। লেবু যখন শেষ হলো আমি তো কান্না করে দিয়েছিলাম আর লেবু পড়তে পারবো না। তারপর লম্বা একটা ব্রেক নিয়ে যখন ব্যাক করলাম হুট করেই দেখলাম আমার প্রিয় চরিত্র সাবা আর শাফকাত কে নিয়ে তুমি অতুন ই বুক এনেছো। তখনকার অনুভুতি আমি প্রকাশ করতে পারবো না। লেবুতে সাবার প্রতি শাফকাতের প্রথমে ডমিনেটিং মনোভাব কন্ট্রোল ফ্রিক বিহেভিয়ার পরে আসতে আসতে ওকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলা সবকিছু অসাধারণ ছিলো।আর লাস্টে হ্যাপি এন্ডিং হিসেবে সাবা আর শাফকাতের সুন্দর একটা সংসার।আসলে তখন আমার সাবাকে ভীষণ হিংসে হয়েছিলো ইশ..এমন একটা শাফকাত যদি আমার হতো🥹 এরপর লেমনেড এ আরেক শাফকাতকে পেলাম 🥹🫶আই জাস্ট কান্ট গেট অভার উইথ দিস পারসন🫶🥹 সাবা আর শাফকাতকে নিয়ে যতই লেখো কখনো বোর হবো না আমি এতটাই অবসেসড হয়ে গিয়েছি এই দুই চরিত্রের প্রতি। তবে লেমনেড এ এতটুকু সাবা আর শাফকাত কে পড়ে মন ভরে নি😭 ওদেরকে নিয়ে আবার বড়সর কোন গল নিয়ে আসো দ্রুত😭আমি গল্পের মাঝেই নিজেকে হারিয়ে ফেলতাম। ভেবো না তোমাকে তেল মারার জন্য আমি এসব বলছি। আমি কখনো মিথ্যা প্রশংসা করি না। আমি খুবই খুতখুতে স্বভাবের আমার কাছে গল্প হতে হবে যেখানে আমি নিজেকে হারিয়ে ফেলতে পারবো আর বেস্ট ফিলিং পাবো। তোমার সবগুলো লেখাই অসাধারণ। কিপ ইট আপ জুনিয়র🫶যদিও তোমার গল্পগুলো অনেক আগেই পড়া শেষ করেছি কিন্তু সাহসের অভাবে কখনো রিভিউ দিই নি কারণ আমি ওতো ভালো করে মনের কিথা গুছিয়ে বলতে পারিনা।অবশেষে তোমাকে ভালোবাসা জানাই। সামনে তোমার HSC। অনেক ভালো করে এক্সাম দিয়ে আবার নতুন কোন চরিত্র নিয়ে আমাদের মাঝে ফিরে আসো এই দোয়াই করি। ইতি তোমার ইন্সটা ফলোয়ার নিশাত জাহান ইমু
sundor
Etao sesh...kibhabe,khn,kn j sesh hoye jai😫😫 Aro porte chai apu.... Ettogula valobasha Saba r Shafkat r "Lemonade" er jonno ❤️❤️❤️❤️ Aro boro boro golpo likhiyen plzzz..khub taratari sesh houar ei akkhep thekei jai🤧🤧
অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেলো তবে চমৎকার
Apurbo
বরাবরের মতনই চমৎকার আপুর লেখনী