সঙ্গীত জগতে আলোড়ন তোলা একটি নাম কারিতা চৌধুরী। ঈশ্বরপ্রদত্ত অবিশ্বাস্য প্রতিভা নিয়ে জন্মানো এই শিল্পী তার জীবনের গুরুত্বপূর্ণ এক কনসার্টে আচমকা গুলিবিদ্ধ হয়। অগণিত শ্রোতাকে শোক সাগরে ভাসিয়ে দিয়ে কারিতা এসে দাঁড়ায জবনমৃত্যুর সন্ধিক্ষণে। কে ছিল এই ঘটনার নেপথ্যে, সেই সত্যকে উন্মোচন করতে গিয়ে বেরিয়ে আসে কারিতার জীবনের অজানা নানা অধ্যায়। সুরের ইন্দ্রজালে বন্দি এক মোহময় জাদুকরী কণ্ঠের আড়ালে এ কী রহস্যের ধুম্রজাল! জীবনের অতলস্পর্শী বিষাদ কিংবা অপরিণামদর্শী পদস্খলনের গল্প ‘কারিতা’।
গল্পটা খুবই ভালো লাগলো ।
Read all reviews on the Boitoi app
কারিতা খুব সাধারণ একটি মেয়ে থেকে স্টার হয়ে ওঠার গল্প। পথটা সহজ ছিল না। একটু বেশিই কঠিন ছিল। সবার বিপরীতে একা দাঁড়িয়ে নিজের স্বপ্ন পূরণ করতে কারিতাকে কম ত্যাগ করতে হয়নি। কিন্তু চারপাশে এত শত্রুর কে হঠাৎ তার ঘাতক হয়ে উঠল? ভরা কনসার্টে কে গুলি চালাল কারিতার বুকে? কোন অপরাধের শাস্তি পেল সে? জানতে হলে পড়তে হবে ‘কারিতা’ ❤️
ফাহমিদা বারী আপুর লেখা সব সময় একটি অন্যরকম ভালো লাগার সৃষ্টি করে। গল্পটি বর্তমান যুবসমাজের একটি বড় অংশ যে ভয়াল অন্ধকারে নিমজ্জিত হচ্ছে তা নিয়ে। কিসে কড়াল গ্রাসে কারিতা নামের প্রতিভাবান তরুণীর জীবনে পদস্খলন ঘটে এবং ধ্বংসের চূড়ায় পৌছায় তা নিয়ে। ই-বুক আমার কাছে দারুণ লেগেছে। আশা করছি আপনাদের ও ভীষন ভালো লাগবে।(উল্লেখ্য আমি লেখালেখিতে ভীষণ খারাপ গল্পের সৌন্দর্য কে অল্প কথায় গুছিয়ে লিখতে পারিনি)।