Authors
Explore our collection of books across different authors
ফাহ্মিদা বারী
20
Books
404
Followers
জন্ম ২৩শে নভেম্বর, ১৯৭৫। পেশায় পুর প্রকৌশলী। কর্মরত আছেন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টে। লেখালেখির সূত্রপাত সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই। প্রকৌশলবিদ্যার খটমট জগতেও সাহিত্যের ঘুনপোকারা গড়ে নিয়েছে আপন ভুবন। বিরোধকে পাশ কাটিয়ে এখনো একই গৃহে তাদের শান্তিময় সহাবস্থান। প্রকাশিত বইয়ের সংখ্যা তিনটি। গল্পগ্রন্থ- পরিধিবিহীন বৃত্ত (প্রকাশনী-এক রঙ্গা এক ঘুড়ি, প্রকাশকাল- ২০১৮ একুশে বইমেলা), উপন্যাস- নির্লজ্জ (প্রকাশনী- দেশজ, প্রকাশকাল- ২০১৮ একুশে বইমেলা), উপন্যাস- ছায়াপথ (প্রকাশনী- চৈতন্য, প্রকাশকাল- ২০১৯ একুশে বইমেলা)। লেখনীতে জীবনকে তুলে আনতে ভালোবাসেন। তাই ভালোবাসেন জীবনধর্মী ঘরানায় লিখতে।