কালো মেয়ের নাকি স্বপ্ন দেখতে মানা! তাই কি? প্রকৃতি যার মাঝে উজাড় করে দিয়েছে অকৃত্রিম সরলতা, অন্তরের মাধুর্য... তাকে স্বপ্ন দেখতে মানা করে, কার সাধ্য? তার শ্যামলবরণী রূপে আছড়ে পড়ে গোধূলির লুকোচুরিমাখানো আলো। তার জীবনেও আসে মমতা, ভালোবাসা আর নিষ্কলুষ প্রেম।
বইটার নাম দেখে রোমান্টিক মনে হলেও রহস্যে পরিপূর্ন বই. আমার খুব ভালো লেগেছে. কিন্তু আমি প্রেম মিস করেছি কারন মাথায় ওরকম ইনটেনশন ছিল. গল্পটা সুন্দর লেখিকাকে ধন্যবাদ সুন্দর বই এর জন্য.
Read all reviews on the Boitoi app