আশির দশকের মাঝামাঝি সময়ে বেড়ে ওঠে একজন ভয়ংকর সন্ত্রাসী মজিদ তরফদার। এই কুখ্যাত সন্ত্রাসীরই বড় ছেলে তপু। তারুণ্যের উদ্দামতা যার কাছ থেকে মুখ ফিরিয়ে চলে গেছে। পাপাচারী পিতার পরিচয়ে বড় হয়ে উঠতে গিয়ে তপুর জীবন থেকে মুছে গিয়েছে যৌবনের রঙ, ভালোবাসার উষ্ণতা। কিছু বুঝে ওঠার আগেই দায়িত্বের শক্ত রশি যাকে বেঁধে ফেলেছে আষ্টেপৃষ্টে। এ যেন এক অভিবাসী জীবন, প্রিয় কিছু মানুষকে সুখের মুখ দেখানোর আশায় উপেক্ষা করতে হয় আপন মনের নরম কাদামাটি... সাগরের মাতাল ঢেউয়ের গর্জন। ফাঁসিতে মৃত্যু হয় সন্ত্রাসী মজিদ তরফদারের। বিলীন হয় তার সন্ত্রাসের রাজত্ব। কিন্তু সত্যিই কি সবকিছু চিরদিনের মতো হারিয়ে যায়? দুঃস্বপ্নের মতো সেই দুঃসহ অতীত জেগে ওঠে কখনও কখনও। ফেলে যায় অনাকাঙ্ক্ষিত কিছু কদর্য জলছাপ।
"কিভাবে রিভিউ দিব খুঁজে ভেবে পাচ্ছিনা, মানে বইয়ের শুরু থেকে এবং শেষ পুরোটাই সাসপেন্স, মানে এক লাইন এরপরের লাইন কি হবে আপনি আন্দাজ করতে পারবেন না, কিছু কিছু বই পড়লে মনে হয় না যেটা কাহিনীর শেষটা এরকম হতে পারে এ ধরনের চিন্তাভাবনা করার কোন সুযোগই নেই, নিজে কিভাবে চিন্তা করব বই মানে আপনাকে টেনে নিয়ে যাবে, আমি আসতে ধীরে বসে বসে চিন্তা করে পড়েছি শেষ টা কি হবে, ভাই হত্যা করে পালিয়ে আসা ছেলেটি কিভাবে শহরের ডন বনে যায় প্রচুর অর্থ সম্পত্তি ক্ষমতার অধিকারী হয় তার পতন তার পরবর্তী তার সন্তানদের জীবনের ঘটনাগুলো আপনাকে কোথায় থেকে কোথায় নিয়ে যাবে চিন্তা করে পাবেন না, বইটি পড়ে দেখতে পারেন সুন্দর একটা সময় কাটবে, আশা করি সবার ভালো লাগবে,"
আপনি আর আপনার বই দুইটাই অসাধারণ। আমি সকালে পড়া শুরু করে মাত্র শেষ করলাম,কি সুন্দর করে লেখা চরিত্রগুলা। মানুষের মনস্তাত্ত্বিক দিক গুলা এতো ভালো কিভাবে বোঝেন??
Read all reviews on the Boitoi app
আপনি প্রথম যেদিন পর্ব দিয়েছেন আমি সেদিনই ইবুক কিনে পড়ে ফেলেছি। আমার এত ভালো লেগেছে। এটা পড়ার পরে আমার রিডার্স ব্লক হয়েছে। প্রায় ১৩/১৪ বছর আগে মারিও পূজোর গডফাদার পড়ার পরে রিডার্স ব্লক হয়েছিল। আমি খুলনার মেয়ে। খুলনার এরশাদ শিকদারের নাম তো নিশ্চয়ই জানেন। প্রথম প্রথম মনে হচ্ছিল তার কাহিনি। কিন্তু সন্ধ্যার আগমন আমার কাছের মাইকেল কর্নিয়লির অ্যাপোলনিয়ার মত মনে হল।তারপর থেকেই বইটার প্রতি অন্য রকম একটা ভালো লাগা শুরু হল। শেষমেষ... আর কোন বই বর্তমানে পড়তে পারছিনা। আশা করছি সামনে আবারও এমন চমৎকার বই উপহার দেবেন প্রিয় লেখিকা
❤❤❤❤❤...
কিভাবে রিভিউ দিব খুঁজে ভেবে পাচ্ছিনা, মানে বইয়ের শুরু থেকে এবং শেষ পুরোটাই সাসপেন্স, মানে এক লাইন এরপরের লাইন কি হবে আপনি আন্দাজ করতে পারবেন না, কিছু কিছু বই পড়লে মনে হয় না যেটা কাহিনীর শেষটা এরকম হতে পারে এ ধরনের চিন্তাভাবনা করার কোন সুযোগই নেই, নিজে কিভাবে চিন্তা করব বই মানে আপনাকে টেনে নিয়ে যাবে, আমি আসতে ধীরে বসে বসে চিন্তা করে পড়েছি শেষ টা কি হবে, ভাই হত্যা করে পালিয়ে আসা ছেলেটি কিভাবে শহরের ডন বনে যায় প্রচুর অর্থ সম্পত্তি ক্ষমতার অধিকারী হয় তার পতন তার পরবর্তী তার সন্তানদের জীবনের ঘটনাগুলো আপনাকে কোথায় থেকে কোথায় নিয়ে যাবে চিন্তা করে পাবেন না, বইটি পড়ে দেখতে পারেন সুন্দর একটা সময় কাটবে, আশা করি সবার ভালো লাগবে,
মন ভরে গেল বইটা শেষ করে। গতানুগতিক গল্পের বাইরে অন্যরকম একটা গল্প।