নিরার জীবনটা আর দশটা মেয়ের মতো ছিল না কখনওই। যে বয়সে আনন্দ আর উচ্ছ্বাসে তারুণ্যের রঙিন দিনগুলো অতিবাহিত হওয়ার কথা ছিল, নিরাকে তখন তুলে নিতে হয়েছে পিতামাতার ভেঙে যাওয়া সংসারের সমস্ত ছিঁড়ে ফেলা টুকরোগুলো। ছোটভাইয়ের হাত ধরে তাকে দাঁড়াতে হয়েছে অনিশ্চিত জীবনের পথে। ভাগ্য সবসময় পাশে থাকেনি। ঝড় উঠেছে পদে পদে। বারবার ভেঙে যেতে চেয়েছে একটু একটু করে খড়কুটো খুঁজে এনে বানাতে চাওয়া সংসার নামের খেলাঘর। তবু প্রাণপনে হাল ধরে থাকা নিরার অটুট মনোবল আর দৃপ্ত মানসিকতার কাছে হার মেনে গেছে দুঃসময়। সুসময়কে ছিনিয়ে এনেছে নিরা... আবার তাতে পড়েছে শকুনির চোখ... আবার উঠে দাঁড়িয়েছে বিধ্বস্ত ভেঙে পড়া মনোবল ... এই গল্প বুঝি শেষ হওয়ার নয়! প্রিয় পাঠক, নিরার জীবনের এই বন্ধুর সফরে আপনাকে স্বাগতম।
"বেশ ভালো একটি বাস্তবধর্মী উপন্যাস। সবচেয়ে ভালো লেগেছে নানীকে। এমন একজন মানুষের হাত মাথার উপর থাকলে অনেক সংগ্রামের মাঝেও কিছুটা প্রশান্তি থাকে। শেষটাও সুন্দর হয়েছে।"
কতো চমৎকার একটা গল্প। সময়টা কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না।
Read all reviews on the Boitoi app
চমৎকার শিক্ষনীয় একটি গল্প। পড়ে খুব ভালো লেগেছে। লিখনশৈলী অসাধারণ।
বই কেনার সাথে সাথেই রিভিউ দিয়ে দিলাম। আপনার লেখা বরাবরই সুন্দর,সহজ, সাবলীল এবং ভাষাগত মাধুর্যে ভরপুর।বইটি শেষ করে আবার একটা রিভিউ দেবো ইনশাআল্লাহ। ইবুক মেলা উপলক্ষে এই বইটাই কিনলাম।
খেলাঘর বাঁধতে লেগেছি শেষ করলাম। আপনার গল্পগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল গল্পের কোন অংশই আকর্ষণ হারায় না। নীরার চমৎকার জীবনের জন্য আপনাকে ধন্যবাদ। বিস্মরণের জলছাপ, বহ্নিশিখা ও দ্বিতীয় পুরুষ, খেলাঘর বাঁধতে লেগেছি ৩ টা বইই অনেকদিন আমার পাঠকমনকে ছুঁয়ে থাকবে। নতুন লেখার অপেক্ষায় রইলাম। শুভকামনা রইল আপনার জন্য 💐💐
ভেবেছিলাম চুপচাপ পড়া শেষে টুপ করে বেরিয়ে যাব। আমি এমনিতেও রিভিউ দিতে পারিনা। তা আর হতে দিল কই লেখিকা! পড়তে যখন শুরু করলাম তখন মনে হলো ধুর, পড়বনা শুরুই হইছে গ্যাঞ্জাম দিয়ে ছাতার মাথা। পরে আবার ভাবলাম,না থাক পড়ি। টাকা দিয়ে কেনা জিনিস। 😆 আরেকটা কথা না বললেই নয়। পড়ার মাঝে আমাকে বিরতি নিতে হইছিল। তখন খালি মনে হইছে আমি কখন আবার পড়া শুরু করব 😒 এবার ছোট্ট করে আসল কথা বলি। এই গল্পটা যদিও কাল্পনিক চরিত্র। তবুও সবই বাস্তবতা। আমি অনুরোধ করব বই পড়ুয়াদের আপনারা এই গল্পটা অবশ্যই পড়বেন। লেখিকা আপুকে চুপিচুপি একটা কথা বলি শোনেন, নীরা আর নয়নের ঘটনার সাথে আমি পরিচিত।
বইটা প্রায় ১/২ মাস আগে কিনেছিলাম।শুরুর দিকে পড়তে যেয়ে মনে হচ্ছিলো গল্প স্লো।কী পড়ছি,কী কাহিনী আগামাথা পাচ্ছি না।গত পরশু মনে করলাম,কিনেছি যখন পড়েই দেখি।আজকে দুপুরে শেষ করলাম।এত এত এত সুন্দর গল্প!এত পরিনত লেখা।কোথাও অতিরিক্ত বর্ণনা নেই,অহেতুক গল্প নেই।সবমিলিয়ে অনেক সুন্দর লেখা।বাস্তবধর্মী গল্প।একদম নাটুকে না।অনেক ভালো লাগলো আপু।আপনার আরও বই পড়বো ইনশাআল্লাহ
অসাধারণ জীবন ঘনিষ্ঠ গল্প। পড়ে খুবই ভালো লাগলো। তরুণ প্রজন্মের জন্যে অনেক মেসেজ আছে। পাঠকরা তা অনুধাবন করতে পারলে হয়।
থাকে শুধু মৌনতা দিয়ে লেখিকার লেখা পড়া শুরু তারপর আজ এটা শেষ করলাম। মিশ্র অনুভূতি। নিরার ডায়েরি পড়ে মনে হচ্ছিল সব যেন চোখের সামনে ভাসছে।
গল্পটা শুরুতে একটু এলোমেলো লেগেছিলো। তবে একটু পড়ার পর আর ছাড়তে পারিনি। অনেক বাস্তববাদী গল্প। অনেক ভালো লেগেছে।
গল্পটি পড়ার আগে মনে হয়েছিল এতো বড় গল্প কয়দিন যেন লাগে! কিন্তু দুই দিনে পড়ে শেষ করলাম এই অসাধারণ গল্পটি। সুখের স্বর্গ এক নিমেষেই কেমন ভয়ানক নরকে পাল্টে যায়! শুধু কিছু মানুষের দায়িত্ব আর বিবেকবোধের অভাবে সকলকেই কেমন চড়ামূল্য চুকাতে হয়। দুঃখকষ্ট আর ব্যথা বেদনাকে নিত্য সঙ্গী করে যারা বড় হয়, তাদের একটা তৃতীয় নয়ন থাকে। ধন্যবাদ আপনাকে লেখক।