বিচিত্র উপায়ে সম্পর্কযুক্ত চার তরুণ তরুণীর কিছু সময়ের মনস্তাস্তিক নানা ঘাত প্রতিঘাতের গল্প এটি। প্রেম, আবেগ, ঈর্ষা, লোভ... এরাও যেন ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে জীবনের বাঁকে বাঁকে। হারজিত অথবা জয় পরাজয়ের আখ্যান নয়, এ যেন মন নামক বিচিত্র এক পুরাণের সুক্ষ্ণ কিছু অনুভূতির গল্প।