জীবনের শুরুতেই আচমকা দিশা হারিয়ে ফেলা এক তরুণের গল্প এটি। মাদকের ভয়ংকর ছোবলের কাছে সে বারবার পরাস্ত হয়। প্রতিবারই কারো মমতামাখা পরশ তাকে ফিরিয়ে নিয়ে আসে জীবনের স্পন্দনে। হারতে হারতে জিতে যাওয়া নাকি জিততে জিততে হেরে যাওয়া... রবিনের জীবনের গল্পটা জানতে হলে পরিভ্রমণ করতে হবে তার জীবন বৃত্তের এই চমকপ্রদ পরিধিতে।
রবিন, অত্যন্ত মেধাবী এক তরুণ স্কুলজীবনের শেষে এসে হঠাৎই জড়িয়ে পড়ে নেশার বেড়াজালে। বাবা মার প্রাণান্তকর চেষ্টা, ছেলেকে এই নেশার বিষাক্ত বলয় থেকে বের করবার। এভাবেই এগিয়ে চলে গল্পের কাহিনী। কিন্তু একবার যে নেশার ফাঁদে পড়েছে, তাকে কি সেখান থেকে বের করা এতই সহজ? তাহলে কী হবে রবিনের ভাগ্যে? আর রবিনকে দিয়ে শুরু হওয়া এ জীবন বৃত্ত কোথায় গিয়ে কার কাছে মিলিত হবে? অনেক অনেকদিন পর ফেসবুকে ধারাবাহিক পড়তে শুরু করেছিলাম, তার মধ্যে এটা বিশেষ পছন্দ করে পড়ছিলাম। কারণ গল্পের বিষয়বস্তু গতানুগতিক প্রেমকাহিনীর বাইরে আলাদা, বাস্তব; জীবন থেকে নেয়া। কিন্তু গল্পচোরদের হানায় লেখিকা আপু ঘোষনা দিলেন, বাকিটুকু আর ফেসবুকে না দিয়ে ইবুক করবেন। অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে কখন পাব। তাই প্রকাশের ঘোষণা আসার সাথে সাথেই কিনে পড়ে ফেলেছি। রবিনের পরিণতি জানতে আমার ভীষণ ইচ্ছে হচ্ছিল। পুরো গল্পটার সাথে শেষটা সামঞ্জস্যপূর্ণ হয়েছে। বাস্তবতার সাথে মিল রেখেই শেষ হয়েছে জীবন বৃত্ত। আয়েশা মেয়েটাকে ভালো লেগেছে। ওকে নিয়ে আরও খানিকটা পড়তে পারলে ভালো লাগত। একটাই আফসোস, শেষটা একটু তাড়াহুড়ো হয়ে গেছে, যেন লেখিকার লেখা শেষ করার তাড়া ছিল। এছাড়া আর কোনো অভিযোগ নেই। উপন্যাসিকাটার সাথে সবারই ভালো সময় কাটবে আশা করি।
Read all reviews on the Boitoi app
গল্পটা ভালো লাগলো। কিন্তু খুব তাড়াহুড়ো করে যেন শেষ হল। আপনি আর একটু সময় ও যত্ন নিয়ে লিখলে লেখাটা অসাধারণ হত।