প্রচন্ড নিয়ম তান্ত্রিক জীবন যাপন করা বিশ্ববিদ্যালয় শিক্ষক নওশাদের সাথে জুড়ে যায় বেখেয়ালি ভাবুক ছাত্রী পারুর জীবন। স্ত্রী পারু ভালোবাসে একগাদা বিড়াল। অন্যদিকে, স্বামী নওশাদ বিড়াল পছন্দ করে না। কি হবে, এরা যখন থাকবে একই ছাদের তলায়! দুটো বিপরীত ধর্মী মানুষের ভালোবেসে কাছে আসার গল্প, 'পারু ভালোবেসে ছিল '।
সুরভী আপার সবচেয়ে আন্ডাররেটেড লেখা বোধহয় এটাই। কঠিন মনস্তাত্ত্বিক গল্পগুলো পড়ার পর পারু-নওশাদের গল্পটা পড়ে মনে হবে প্রাণ ঠান্ডা করা একটা লেখা। ফেসবুকের থেকে একদম ভিন্ন প্লটে ইবুকে এসেছে। এই লেখাটা আমি যত পড়ি ততই মনে হয় আরেকটু বর্ধিত করলে হয়ত ভালো হত। পারু-নওশাদের খিটিমিটি, কুটু বেগম-ভুলু মিয়া এবং তাদের বিড়াল পরিবার, হাসান-লায়লা, রুবেল মামাসহ প্রত্যেকটা চরিত্র পড়তে ভালো লাগে। পারুর অতীতের স্মৃতি এবং শেষে এসে তার প্রতিবাদ করা, এই মোড়টা ভালো লেগেছে। পারু নওশাদকে বারবার পড়লেও মনে হয়না আমার আরেকটু পড়ার সাধ মিটবে। গল্পের কোনো খারাপ দিক নেই তবে লেখনীর খারাপ দিকটা হচ্ছে প্রচুর পরিমাণ বানান ভুল। এবং এটা এতই বেশি যে বিষয়টা চোখে লাগছিল। দুই-একটা বানান ভুল হতে পারে কিন্তু খুব বেশি হলে সেটা বই পড়ায় ব্যাঘাত ঘটায়। আশা করি আপা এরপর থেকে বিষয়টা নজরে রাখবেন। শুভকামনা রইলো 🌻
Read all reviews on the Boitoi app