Authors
Explore our collection of books across different authors
সুরভী হাসনীন
20
Books
1232
Followers
প্রাক্তন ব্যাংকার, এমফিল গবেষক। তাঁর প্রথম উপন্যাস, 'জোড়া ভুবন মায়া', জনপ্রিয়"ঐতিহ্য প্রকাশনী" দ্বারা পরিচালিত 'নতুন লেখক সন্ধানে' পুরষ্কৃত এবং ২০২০ সালের বইমেলায় প্রকাশিত। উপস্থাপক, আবৃত্তিশিল্পী এবং উচ্চারণ প্রশিক্ষক হিসেবে কাজ করছেন দীর্ঘ সময়। মানুষের মত বিশাল, একাধারে জটিল এবং সহজ কোন প্রত্যক্ষ সম্পদ পৃথিবীতে নেই বলে তার বিশ্বাস। সামাজিক আচার, মানবিক বোধের জাগরণের পাশাপাশি, জাগতিক উৎসবের বৈচিত্র্যময় আয়োজন, লৌকিকতা ও প্রকৃতির আশ্চর্যের খেয়াল লেখকের লেখায় বিদ্যমান। ভাস্বর বন্দোপাধ্যায়, শিমুল মুস্তফা, মাহিদুল ইসলাম মাহীর স্নেহধন্য হয়ে আবৃত্তিশিল্পী হিসেবে তিনি দীর্ঘদিন মঞ্চ কাজের পাশাপাশি, আবৃত্তি ও উচ্চারণ প্রশিক্ষক হিসেবে দেশ ও দেশের সীমানা ছাড়িয়ে দূরদেশে শিশু সহ বয়োজ্যেষ্ঠ ছাত্রছাত্রীদের শিখিয়েছেন সমান তালে। ব্যক্তিগত তিনি জীবনে সচিব পিতা ও অধ্যাপক মায়ের সন্তান এবং দুই সন্তানের জননী।