এক যে ছিল দত্যি, দানো, গল্প বুড়ির কথায় সাজা সোনার সংসার। বন্ধুরা সব নদের বুকে ঝাঁপিয়ে পরা নীলাভ জলের গান। উড়ন্ত মন, দুরন্ত সব কল্পলোকের ঠেউ, ভাত ঘুমেদের ফাঁকি দিয়ে বনভোজনের ঠেউ৷ ছেড়ে আসা শৈশবে সেই ছোট্ট ছেলেবেলা, ছেলে ধরা, কাবুলিওয়ালা, লেসফিতার মেলা। মায়ের বুকে ঘুমিয়ে পরেও বাবার ডাকে জাগা। ঘুমঘুম চোখ, দাওয়ায় বসে গরম ভাত খাওয়া। পাতের পাশে হরেক ভাজা, লালচে আইড় পেটি, অঙ্গে তোলা রূপা রঙের শাড়ি পরা ইলিশ মাছের গাদা। চোখ কচলে হাত দেব যেই, ওমা কোথায় তারা! শহুরে এই যন্ত্রজীবন কেড়ে নিল সব। আজকে এসো গল্প শোনাই, মায়ের, দীদার, মাসির হেঁশেল থেকে তুলে আনা গল্প রাশি রাশি।
এমন রেসিপি সহ গল্পের একটা অন্যরকম মায়া থাকে। সেই মায়ার পুরোটাই আছে সুরভীর লেখায়। তবে শেষ গল্পদুটোকে পরিপূর্ণ গল্প বলব কারণ তাতে গল্প আর রেসিপি মিলে মিশে গেছে। একটাকে আরেকটা ছাপিয়ে যায়নি। সবগুলো গল্প এভাবে লিখলে পড়ার আনন্দ বেড়ে যেত বহুগুণ। আর টাইপোগুলো আরেকটু খেয়াল করে এডিট করা দরকার।
Read all reviews on the Boitoi app