ননদ রুনির হাসিটা ক্রূর। রানা ভাই হয়ে বোঝে না। মা সুফিয়ার চোখেও পড়ে না। ভাইয়ের বউ বিথির কলিজায় গিয়ে আঘাত করে। সে রানার স্ত্রী, যে সকলের ফরমায়েস খেটে দিনের শেষে স্বামীর কাছেও দোষী! নাকি, রানার বাধ্যগত সহধর্মিণী। যে এখনই গিয়ে রুনির রুম গুছিয়ে বুকে পাথর চেপে হাসিমুখে রানাকে চায়ের কাপ এগিয়ে দেবে। স্থানুবৎ বিথি আকাশের দিকে তাকায়। গাঢ় কালো আঁধার ঘণিয়ে রাত এসেছে ধরায়। আকাশ বাতাস কাঁপিয়ে ঝড় আসবে হয়তো। বিথির বুকের ভেতর বাঁশপাতা কাঁপন শুরু হয়। বাহিরের ঝড়ে ইট-কাঠের ঘর নড়বড় করে। ঘরের ভেতর নোংরা মানুষের তৈরি করা ঝড়ে বিথির নিজের ছোট্ট ঘরটি টিকতে পারবে কতদিন।
চমৎকার কিন্তু লুবনা আর রকির একটা পরিণতি দরকার ছিল!
Read all reviews on the Boitoi app
ভালো লেগেছে। শুরুর দিকে পড়তে পড়তে লেখকের লেখার গভীরে হারিয়ে গিয়ে ছিলাম। শেষটা ছিলো অনাকাঙ্ক্ষিত। তবে সমাপ্তিটায় আরও ডিটেইলস আশা করেছিলাম। তবুও সবমিলিয়ে ভালো লাগলো।
সুরভী হাসনীনের লেখনী বরাবরের মতই ক্ষুরধার ছিলো গল্পে। সাধারণ সাংসারিক গল্প হিসেবে শুরু করে পরবর্তীতে যেভাবে গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছেন তা সত্যিই প্রশংসাযোগ্য। লেখকের জন্য অসংখ্য শুভকামনা রইলো। পরবর্তী গল্পের অপেক্ষায়।
এক নিঃশ্বাসে পড়ে ফেললাম! প্রাকৃত ও অতিপ্রাকৃত ঘটনার এক মিশেল! পড়তে পড়তে গা ছমছম করছিলো! এই নজর লাগা,জাদু টোনা এগুলো তো আসলেই ঘটে! ভালো লেগেছে, লেখাটা!
Nice
অসাধারণ লিখনী। ভয়ংকর সুন্দর।
didn't get the ending. asked on facebook page got no response. but the story was good and it was described so perfectly felt like everything is happening infront of my eyes. still confused about the ending though
শুরুর দিকটা খুব ভালো লেগেছে। শেষের দিকটা মনে হয়েছে অযথা লম্বা করা, অযথা প্যাঁচালো। আরো আগেই শেষ করে ফেললে ভালো হতো।
শ্রদ্ধেয় লেখিকা, আপনার "ননদকাঁটা" এককথায় অতুলনীয়।মাত্র পড়ে শেষ করলাম।অসাধারণ!!যদি সম্ভব হয় বই বের করে ফেলুন।আমার মতো থ্রিলার প্রেমী,যারা বই ভালোবাসি,যারা সাহিত্য পড়েই বড় হয়েছি তারা আপনার এই বই বইয়ের শেলফে রাখতে দ্বিধাবোধ করবেনা।সমাজের সবচেয়ে কালো দিকগুলো যেভাবে গল্পের ভাষায় তুলে ধরেছেন,,অসাধারন।প্রতিটা মূহুর্ত যেনো আমি বিথির কাছেই ছিলাম।খুব ইচ্ছে হচ্ছিলো একটু হাত বুলিয়ে দেই মেয়েটার মাথায়।মনে হচ্ছিলো রুনির কর্মকাণ্ড আমি যেনো ওরই দরজার আড়ালে দাঁড়িয়ে দেখছি।রাগে কাঁপছি,কিন্তু কিছু করতে পারছিনা। লেখা চালিয়ে যাবেন আশাকরি।কাগজের পাতায় এই লেখা উঠলে আমার ঘরে তাকে জায়গা দিতে দেরী করবোনা মোটেই।আমার মতো হরর থ্রিলার প্রেমীর কাছে এই উপন্যাস টা ছিলো আত্মার খোরাকের মতো।"ননদকাঁটা" নিয়ে যা-ই বলি কম হবে। আপনার লেখা আরো সমৃদ্ধ হোক এই দোয়া করি।শুভকামনা ❤️
ভয় লেগে গেছে