মিঠুর কাছ থেকে প্রত্যাখানের পর অরু বেছে নিয়েছে বোহেমিয়ান জীবন। একটা স্বেচ্ছাচারী, উন্মুক্ত মানসিকতার খোলসে নিজেকে বন্দী করে প্রতিনিয়ত আসলে নিজের সাথে সবার থেকে লুকিয়ে যুদ্ধ করে চলেছে মেয়েটা। পরিবার তাকে ঘৃণা করে। অবহেলা করে আপন মা, ভাই -সমাজের মানুষ। অরুর মরুভূমি জীবনে ভালোবাসার কাঠগোলাপ ফুল নিয়ে আচমকা বসন্ত বাতাস হয়ে এলো, হিমাদ্রী। অরু কি পারবে তার কষ্টের হাওয়ায় উড়িয়ে এই পুরুষতান্ত্রিক সমাজের বুকে একজন নারী হয়ে হিমালয় সম হিমাদ্রীর ভালোবাসা বুকে ধরে বাঁচতে!
এই বইয়ের বেস্ট পার্ট বইয়ের ডায়লগ গুলা,অরু সহ প্রতিটা মেয়ে ক্যারেক্টর চমৎকার। অনেক বার পড়া হয়েছে,তাও পড়তে মন চায়। আই লাভ হ্যাপি এন্ডিং স্টোরি,থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট।
Read all reviews on the Boitoi app