মপ দিয়ে ছবিটা ঠেলতেই একটা পেট মোটা সরীসৃপ গোত্রীয় প্রাণী চার হাত পায়ে হেলেদুলে এগিয়ে এলো পিউর দিকে। বাচ্চারা খুব ভয় পায় টিকটিকি। অন্যদিন হলে ওটাকে মেরে ফেলত পিউ। আজ একটু সময় নেয় সে। এটাকে সেদ্ধ করে দুধের সাথে মিশিয়ে ফিডারে ঢেলে দিলে কেমন হয়?
অপূর্ব হয়েছে। ঠিকঠাক পরিচালকের হাতে পরলে চমৎকার হরর মুভি হতে পারে।
Read all reviews on the Boitoi app
গল্প অনুযায়ী মূল্য খুব কম রেখেছেন। খুব ভালোলেগেছে গল্প ২ টা❤️
চমৎকার লেখা ☕
সুরভী আপার লেখা বরাবরই অসাধারন।প্রতিটা গল্পেই অন্যরকম বাস্তবধর্মি কাহিনি থাকে।দোয়া রইলো আপা আরো অনেক ভালো বই আমাদের উপহার দিয়েন
গল্প দুটোই খুবই ভালো লেগেছে। জীবনভর অত্যাচার সয়ে যাওয়া মানুষ একসময় ভয়ংকর অপরাধ করে ফেলতে পারে, যার ফল ভোগ করে সম্পূর্ণ নিরাপরাধ কিছু মানুষ। শুভকামনা ❤️
এক কথায় যুতসই বর্ণনা। টিকটিকির বর্ণনাটা পড়ে আমার রীতিমতো গা গুলাচ্ছিলো। আবার শেষের টুইস্টটাও দারুণ ছিলো। আপনার লিখার হাত ভালো আপু, লিখে যান।