জীবনের অরণ্যভূমিতে ঝিম ধরানো এক তীব্র আদিম আকর্ষণ মহুয়া। যাকে এড়িয়ে যাওয়া কঠিন। যে তাকে ভালোবাসে, তারে একবার পায় তার কাছে মহুয়া মানে শাশ্বত এক চিরন্তন সঞ্জীবনী সুধা। ধনী খেয়ালী রাজপুত্র আদনানের চাকচিক্যময় মোহলোভ শঠ সংসারে, পবিত্র মহুয়া আসে পূণ্য ও নিষ্পাপ জীবন বৃক্ষ হয়ে। মহুয়ার অনাবিল সৌরভে মুগ্ধ আদনান কি পারবে মা আহেলী খানের কুটিল ছায়া থেকে মুক্ত হয়ে মহুয়াকে ভালোবাসতে।
দারুণ লেখনী , অনেক বিস্তৃত প্লট, কিন্ত খেই হারায়নি। লেখিকা গল্পের আকর্ষণ ধরে রাখতে পেরেছেন শেষ পাতা অবধি। মহুয়া যেন ফিনিক্স পাখির মতই জ্বলে উঠেছে। চরিত্রগুলো যথাযথ পরিণতি পেয়েছে যা পাঠকের মনে closure এনে দেয়। সায়েম বনাম মহুয়া সিকুয়েল কি আসবে? পাঠকরা আশা রাখতেই পারি!
Read all reviews on the Boitoi app
অসাধারণ লেগেছে
সুরভী হাসনীন এর প্রত্যেকটি লেখা ভালো লাগে। মহুয়া উপন্যাসটিও ভালো লেগেছে! গতানুগতিক জীবনযাত্রা থেকে ব্যতিক্রম উপন্যাসটির পাত্রপাত্রীর জীবন যাপন, যা ভীষণ কৌতুহলোদ্দীপক!
মন্ত্রমুগ্ধের মতো পড়ে গেলাম পুরোটা। অসাধারণ লেখনী💚
শেষ করলাম একটানে পড়ার ইচ্ছে থাকলেও বিশাল বড় একটা গল্প হওয়ায় সম্ভব হয়নি। মহুয়ার নেশা যেন মহুয়ার মতোই। শেষ করার পরও নেশা কাটছে না। খুব ভালো লাগলো। সবচেয়ে ভালো লেগেছে আহেলি খানকে। নেগেটিভ চরিত্র হলেও এই চরিত্রটা লেখক অনেক যত্ন নিয়ে পার্ফেক্টলি ফুটিয়ে তুলেছেন। আদনান,সায়েম, মুবিন, মিমি,নূরবানু এদেরও যথাযথ মনে হয়েছে । রিমি শেষমেশ এমন ধাক্কা দিলো আমি বিস্মিত। রাজু আর সুমি জুটি খাপেখাপ। তবে বিশাল বড় একটা প্লট হওয়ায় মনে হয় সম্পাদনায় ঘাটতি ছিলো। অনেক শব্দ ভুল আসছে আবার বেশকিছু জায়গায় নাম এলোমেলো এসেছে। এটা পড়ার সময় ব্যাঘাত ঘটায়। ফ্লো নষ্ট হয়। তবে সব মিলিয়ে অনেক সুন্দর ছিলো।
অদ্ভুত সুন্দর জাস্ট অসাধারণ বইটা শেষ করে মহুয়ার জন্যে এখন মন খারাপ লাগছে ,অনেক মায়া পরে গেসিলো এইকয়দিনে ওর জন্যে
অনেক ভালো লাগল বইটি৷ এমন সুন্দর একটি লেখা উপহার দেবার জন্য লেখক কে ধন্যবাদ।
এক বসায় বইটি পড়া শেষ করলাম।
অসাধারণ লেগেছে।
ভালো লাগল।