প্রিয় পাঠক! জান্নাত কে না কামনা করে। মুমিন মাত্রই জান্নাত কামনা করে। কবরের আজাব থেকে মুক্তি কামনা করে, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি থেকে মুক্তি কামনা করে। নিজ আমলের মাধ্যমে কেউ মুক্তি লাভ করতে পারবে না, যদি চির দয়াময় রব্বে কারিম স্বীয় বান্দার ওপর দয়া না করেন। বক্ষমাণ বইটিতে জান্নাত পাওয়ার কিছু আমলের বর্ণনা দেওয়া হয়েছে। আশা করছি বইটি পাঠ করলে মুক্তি লাভের আমলের প্রতি পাঠক আগ্রহশীল হবে। প্রতিটি আমল বর্ণনায় কুরআনের আয়াত ও রাসুলের হাদিস অবলম্বন করা হয়েছে। অল্প কথায় ও সহজভাবে উপস্থাপন করা হয়েছে। লিখেছেন আরব বিশ্বের প্রখ্যাত দাঈ ডক্টর আবদুর রাযযাক বিন আবদুল মুহসিন আলবাদার হাফিজাহুল্লাহ।