Authors
Explore our collection of books across different authors
মুহিব্বুল্লাহ খন্দকার
14
Books
76
Followers
আমি মাদরাসা ব্যকগ্রাউন্ড থেকে এসেছি। দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান)। লেখালেখি করি ২০১৩ সালের আগে বা পর থেকে। প্রথম লেখা প্রকাশ হয় কিশোর স্বপ্ন নামক এক মাসিক পত্রিকায়। তারপর ইসলামী বার্তায় একাধিক লেখা ছাপে। মাদরাসায় মিশকাত (স্নাতকোত্তর) জামাতে থাকাকালীন অনুবাদে হাত দেওয়া হয়। তখন ছিলো ২০১৮/১৯ সাল। এর পর থেকে আস্তে আস্তে অনুবাদের মধ্যেই সময় কাটে।