বর্তমান সময়ে এক মহা ফিতনা হলো হিজড়া, ট্রান্সজেন্ডার, সমকামিতা ইত্যাদি। সাধারণ মানুষ এগুলোকে গুলিয়ে ফেলে। এবং এদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী তাও জানে না না। বইটিতে এই পরিভাষাগুলো এবং এ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। বইটি লিখেছেন দারুল উলুম করাচীর ইফতার ফারেগ মুফতি ফিদাউল্লাহ। বইটির ব্যাপারে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছেন ’আল্লামা তাকি উসমানি’।বইটি বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি বাংলা ভাষায় রূপান্তর করে দিয়েছি।