মুমিন মাত্রই জান্নাতের আকাঙ্ক্ষা করে। এবং প্রতিটি মুসলমানের প্রতি আদেশও এমন। যুগে যুগে নবি-রাসুল, সাহাবা আজমাঈন এবং পূর্ববর্তী নেককার লোকেরা পরবর্তীদের জন্য জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি, সহজ আমল বাতলে দিয়ে গেছেন। মুফতি রফি উসমানি রহ. আমাদের নিকট অতীতের আকাবির। কিছুদিন পূর্বে তিনি মৃত্যুবরণ করেছেন। তাঁর বয়ানের আলোকে রচিত হয়েছে বইখানা।