রিমু অকারণে দু'বার ঢোক গিলে বলল, স্যার, আর একটা কথা? বল। আমি আপনাকে ভালবাসি। অঙ্ক কর। আমি আপনাকে ভালবাসি। প্লিজ রিমু, এসব বলতে নেই। আমি আপনাকে ভালবাসি। সত্যি, সত্যি, সত্যি --তিন সত্যি। প্লিজ রিমু, আস্তে বল। লোকে শুনবে। এ বাড়িতে লোক কে আছে যে শুনবে? কেউ না শুনুক। তোমার মা তো শুনতে পারে! মা আর শুনবে কী, মা তো জানেই। ভয়ে আঁতকে উঠল জাহিদ। ভুরু কুঁচকে কম্পিত গলায় বলল, তো-তোমার মা জানে! হ্যাঁ, জানেই তো। কী জানে? আমি মাকে বলেছি। কী বলেছ? আমি আপনাকে ভালবাসি। আপনাকে ছাড়া আমি বাঁচব না। আপনাকে আমি বিয়ে করব। আপনি যদি বিয়েতে রাজি না হোন, তাহলে আমি কাগজ খেয়ে আত্মহত্যা করব। তুমি এসব কী বলছ? তোমার মাথা টাথা ঠিক আছে তো? একটি রোমান্টিক উপন্যাস বেদনার নীল ঢেউ।