Authors
Explore our collection of books across different authors
হেলাল আরিফীন
33
Books
104
Followers
জন্ম ১৯৭২ সালের ১৯ ডিসেম্বর সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার ঠাকুরঝিপাড়া গ্রামে।জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।তাঁর প্রথম গ্রন্থ ‘ভালবাসা কারে কয়’ প্রকাশিত হয় ২০০৩ সালে।এ যাবৎ তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২২টি। ‘ভালবাসার নীল পাখি’, ‘সিঁদুরে মেঘ’, ‘বিদায় বেলায়’ ,‘মন’ ‘প্রেম প্রতিবন্ধী’, ’তোমাকে একবার দেখলে’ তাঁর উল্লেখযোগ্য উপন্যাস। ‘ফুলজোড় নদীর বাঁকে’ তাঁর উল্লেখযোগ্য একটি কিশোর উপন্যাস ‘আগুনের সহস্র পাপড়ি’ এবং ‘একদিন ভালবাসা পাব’ তাঁর পাঠকপ্রিয় দুটি কাব্যগ্রন্থ । বৈজ্ঞানিক কল্পকাহিনি ’হীরক গ্রহ’ ও ’রোবট মাষ্টার’ এবং ভৌতিক উপন্যাস ‘হাঁ ভূত না ভূত’ ছাড়াও গল্প গ্রন্থ “বুড়ো ভূত ও ঘাতক ভূত” প্রকাশিত হয়েছে। ‘খুকু ও বোয়াল মাছ’ এবং জেমিয়েন শিশুতোষ বই দুটি শিশু সাহিত্যে একটি সফল সংযোজন। বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত তাঁর লেখা প্রকাশিত হয়ে থাকে।