সুখ-দুঃখ, হাসি-কান্না, আশা-নিরাশা সবকিছু মিলেই তো মানুষের জীবন। তবু জীবনের একটি স্বাভাবিক গতিময়তা আছে। জীবনের প্রয়োজনে মানুষ বেছে নেয় এক একটা পেশা। একজন আরেকজনকে ভালোবেসে গড়ে তোলে শান্তির নীড়। কিন্তু এর বাইরেও মানুষ অতিবাহিত করে এক ভিন্ন ঘরনার জীবন। সে জীবনের কোন নিগড় নেই। সকল স্বাভাবিকতার উর্দ্ধে সে জীবন। সে এক অন্য জীবন।
ভিন্ন ঘরনার একটি অসম্ভব সুন্দর বই। লেখক সমাজের অন্ধকার জগতের প্রতিটি চরিত্র সুন্দরভাবে তুলে এনেছেন। অনেক ভালো লেগেছে উপন্যাসটি।
Read all reviews on the Boitoi app