সন্ধ্যে পেরিয়ে যেতেই নীল জোছনা ম্লান আলোয় ভরে উঠল চারপাশটা। নীল আলোতে কিশির কুকুরটা অদ্ভুত আচরণ শুরু করল। পাশের জলাভূমি থেকে অজ্ঞাত প্রাণিদের দাপাদাপির আওয়াজ ভেসে এল। কুকুরটা হঠাৎ হিংস্র হয়ে তেড়ে এল কিশির দিকে। নীল চাঁদের আলোয় চারপাশে ক্রমশ অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল।