আপা আপনাকে একেবারে নতুন বউয়ের মতো লাগছে। জ্বী আমার আজই বিয়ে হয়েছে। কি বলেন আপা সত্যি? পালিয়ে বিয়ে করেছেন বুঝি? উজালা হলো তোমার? বাস ছেড়ে দেয়ার সময় হয়েছে। কে ডাকে আপা? আপনার স্বামী? মাথা ঝাকালো উজালা। মাথায় শাড়ীর আচলটা ঠিকমতো দিয়ে বেরিয়ে এলো বাস কাউন্টারের টয়লেট থেকে।ভিতরে কি দূর্গন্ধরে বাবা। দম আটকে আসছিলো। উজালাকে নিয়ে দ্রুত বাসে উঠে বসলো শিশির। ওদের সিটটা ভালো পড়েনি, একদম পেছনের আগের সিট, ঝাঁকুনি লাগবে প্রচুর। এই জানো একটা মহিলা আমাকে জিজ্ঞেস করছিলো আমরা পালিয়ে বিয়ে করেছি কিনা। তুমি কি বললে? কিছু বলার আগেইতো তুমি ডেকে নিয়ে আসলে। রাতের অন্ধকার চিরে ছুটে চলেছে বাসটা, বাইরে কিছুই দেখা যাচ্ছেনা আজ সারাদিন ধকল ও গেছে প্রচুর।কয়েক মিনিটের মধ্যেই শিশির ঘুমিয়ে পড়লো। একটা দিনের মধ্যে কতো কিছুইনা ঘটে গেলো ,পাশে বসে থাকা লোকটাকে আজ সকালেও চিনতো না এখন তার সাথেই পাড়ী জমাচ্ছে অজানার উদ্দেশ্যে।এতো কিছুর মধ্যেও একটা কথা ভেবে ভালো লাগছে কাল উজালা ওর নিজের সংসারে প্রবেশ করবে, কাল থেকে আর কেউ ওকে আশ্রিতা বলতে পারবেনা। কেমন হবে উজালার নতুন সংসার?
ভালো লেগেছে।
Read all reviews on the Boitoi app
মাশাআল্লাহ.....বইটি অনেক সুন্দর। গিফট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। দোয়া করি লেখালেখিতে আরো অনেক দূর এগিয়ে যান। আর আমাদেরকে এত সুন্দর সুন্দর গল্প উপহার দেন।
অনেক ভালো লেগেছে। উজালার নেওয়া সিদ্ধান্ত অনেক ভালো ছিল। বাবা-মা নেই বলেই সে পিছিয়ে যায়নি। আমার কাছে সবচেয়ে সুন্দর চরিত্র হচ্ছে "ফাহাদ"। ছেলে হলে এমনই হওয়া উচিত। একদম পারফেক্ট চরিত্র। লেখিকার লেখনীও দারুন লেগেছে। "সাবিহা আলী কবির" লেখিকার এটা আমার পড়া দ্বিতীয় উপন্যাস।
অনেক সুন্দর ছিল গল্পটা। এক বসায় শেষ করেছি একদম। লেখিকার জন্য শুভকামনা ❤️
গিফট দেওয়ার জন্য ধন্যবাদ ❤️🥰।
ভীষন ভালো লেগেছে গল্পটি। উজালার মতো কতশত অসহায় মেয়েরা ফাহাদের মতো একজন পথ প্রর্দশক পেলে আলোর পথ দেখতো। ভালোবাসার মধ্যেও এই পবিত্রতা টুকু হৃদয় ছুয়ে দিয়েছে।
Darun ekta golpo. Khub bhalo legechhe......