Authors
Explore our collection of books across different authors
সাবিহা আলী কবির
7
Books
139
Followers
আমি সাবিহা আলী কবির, বাবা মার দেয়া নাম সাবিহা আলী। কবির টা বিয়ের পর যুক্ত হয়েছে। তবে ডাকনাম যুথী আমার পছন্দের। জন্ম ১২ ই সেপ্টেম্বর ১৯৮৩, লিবিয়ার জালো নামের, সাহারা মরূভূমির মাঝে ছোট্ট এক শহরে। ইন্জিনিয়ার বাবার কর্মসূত্রে জীবনের শুরুটা সেখানে। কিন্তু তিনবছর বয়স থেকে বেড়ে উঠা পুরান ঢাকার ওয়ারীতে। নিজেকে পুরান ঢাকার মেয়ে, পরিচয় দিতে বেশি ভালো লাগে যদিও গ্রামের বাড়ি ঢাকার অদূরে ধামরাইয়ের বান্নল গ্রামে। স্কুল শিক্ষিকা মা বাংলা সাহিত্যের ছাত্রী ছিলেন আর তাই ছোটোবেলায় মার কাছ থেকে দারুন দারুন গল্প শোনা আর সেই থেকেই গল্পের প্রতি ভালোবাসার শুরু… বই পড়া ছিলো নেশার মতো। রবীন্দ্র, সুনিল আর হুমায়ূনের অন্ধভক্ত আমার নিজের লেখালেখির শুরু খুব ছোটবেলায় ডায়েরী লিখতে গিয়ে। কবিতা লিখতে খুব ভালবাসতাম তখন।তারপর টুকটাক গল্প লেখা… ইউনিভার্সিটি অব ওয়েস্ট লন্ডন থেকে পড়ালেখার পাট চুকিয়ে বর্তমানে স্বামী এবং তিন কন্যার সাথে লন্ডনে বসবাস। চাকরি, সংসার নিয়ে প্রবাস জীবনের ছুটাছুটির মাঝে সময় করে এখোনো একটু আধটু লেখালেখির চেষ্টা চালিয়ে যাচ্ছি।