নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে নীতু। হঠাৎ আসা কিছু ঝড়ে এলোমেলো হয়ে গেলো ওর জীবনটা। ছোটোবেলা থেকে যাকে ভালোবাসতো সে একদিন বিয়ের প্রস্তাব পাঠালো ওর ছোটো বোনের জন্যে। মেয়ের কষ্টে দরিদ্র অসহায় বাবা গিয়েছিলেন আত্মহত্যা করতে। মেয়েদের কথা ভেবে ফিরে আসছিলেন ঠিকই কিন্তু নিয়তি তাকেও বাঁচতে দিলো না। আর তারপর থেকেই নীতুর আসল জীবন যুদ্ধের শুরু…