আমরা স্যাপিয়েনস, হোমো স্যাপিয়েনস। সুবিশাল মহাবিশ্বের এক সর্পিলাকার গ্যালাক্সির খুব সৌভাগ্যময় এলাকায় আমাদের নিবাস। এই এলাকার আদুরে নাম গোলডিলকস জোন। কীভাবে এই মহাবিশ্বের সূচনা ও বিকাশ হলো, নীলনয়না এই গ্রহে আমরা কবে এলাম, কীভাবে এলাম – এসব চিরাচরিত জিজ্ঞাসার উত্তর তোমরা হয়তো শুনেছো। হালফিলে বিজ্ঞান দিয়ে এসব প্রশ্নের উত্তর না পেলে, অনেকের কাছে স্বাদটা কেমন যেন পানসে মনে হয়। তোমরা জেনেছো, পৃথিবীর অবস্থাকে জগতের কেন্দ্র থেকে এককোণায় ঠেলে দিয়েছিলেন কোপারনিকাস। কিন্তু তারপরও আমাদের বিশেষত্ব ক্ষুণ্ণ হয় নি-এটা মনে হয় জানো না। ডারউইন এসে বোঝালেন-আমরা আলাদা কিচ্ছু না, বরং অন্যান্য পশুর মতই। তবুও আমাদের স্বপ্নগুলো ধূসর হলো না। আমরা এখনো স্বপ্ন দেখি, গল্প-কবিতা লিখি, কল্পনার ঘুড়ি উড়িয়ে দিই নীলাম্বরে! বিজ্ঞানের সুধা পান করে তোমরা অনেক কিছু জেনেছো। আবার অনেক কিছুই জানো নি। কী জানো নি? কেন জানো নি? জানা কী দরকার? তোমার চিন্তার বাতায়নে মিষ্টি হাওয়া হয়ে মুখরিত হতে চাই, কানে কানে বলতে চাই – এসো, আমাদের গল্পটা আরো একবার শুনি। একটু ভিন্ন ধাঁচে, একটু ভিন্ন রঙে। আমরা হোমো স্যাপিয়েনস, আর এটা আমাদের গল্প।
সুন্দর
Read all reviews on the Boitoi app
ইসলাম ও বিজ্ঞান টাইপের যত বই আছে, সবই ম্লান হয়ে গেছে এই বইয়ের কাছে। বাংলাদেশের মুসলিম লেখকদের মধ্যে ২/৩ জন আসলেই বিজ্ঞান বুঝেন, আমার মতে রাফান আহমেদ এদের মধ্যে সেরা।
সেই একটা বই
দারুণ
আলহামদুলিল্লাহ অনেক ভাল একটি বই।
Awesome...
লেখকের পূর্বের বইগুলোর মত এটিও একটি তথ্যবহুল বই। অসাধারণ উপস্থাপনের মাধ্যমে তিনি বিজ্ঞান মহলের অনেক অপ্রকাশিত বিষয় তুলে ধরেছেন। তরুনদের অবশ্যই বইটি পড়া উচিত।
Rafan Ahmed vaiya manei best kichu❤
বিবর্তনবাদ সম্পর্কে অসাধারণ একটি বই।