Authors
Explore our collection of books across different authors
রাফান আহমেদ
3
Books
378
Followers
রাফান আহমেদ, পেশায় একজন চিকিৎসক। জন্ম, বেড়ে উঠা সবই মসজিদের শহরে। জন্মের পর থেকেই আযানের ধ্বনি শুনেছেন। কিন্তু তা মনের অন্তঃপুরে প্রবেশ করতে অনেক সময় লেগে গেছে। একদা সংশয়ের ডিঙি নৌকা ভাসিয়েছিলেন অথৈ পাথারে। কিন্তু এক অবাক স্রোত এসে তার নৌকাটা ভেঙে দিয়ে গেছে। সেই ভাঙাগড়ার গল্প মানুষের কাছে পৌঁছাতে কলম ধরেছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি বইও লিখে ফেলেছেন। তার লেখা ‘বিশ্বাসের যৌক্তিকতা' ও ‘অবিশ্বাসী কাঠগড়ায়’ দুটো বই অল্প সময়ে বেস্ট-সেলারের তালিকায় উঠে এসেছে। বইদুটো থেকে আভাস পাওয়া যাচ্ছিলাে বিজ্ঞানের স্বরূপ ও বিবর্তন ধারণা নিয়ে তার অনেক কিছু বলার আছে। সেই অনেক কিছুর খানিকটা সাজিয়েছেন ‘হােমাে স্যাপিয়েনস: রিটেলিং আওয়ার স্টোরি’ বইতে। প্রি-অর্ডারে থাকতেই এই বইটি বেস্ট-সেলার হয়ে যায়। তার চতুর্থ বই ‘ভাবনার মোহনায়’ প্রকাশিত হয়েছে ই-বুক হিসেবে। বের হওয়ার পরের দিনই এটিও বেস্ট-সেলার ই-বুকের তালিকায় উঠে এসেছে। আরো কিছু বইতে সহলেখক হিসেবে প্রবন্ধ লিখেছেন। এর ভেতর ‘প্রত্যাবর্তন’ ও ‘অবিশ্বাসের বিভ্রাট’ বইদুটিও বেস্ট-সেলারের তালিকায় রয়েছে। শিক্ষাজীবনে তিনি আশীর্বাদপ্রাপ্ত। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বাের্ড স্কলারশিপ পেয়েছেন। দেশের নামকরা মেডিকেল কলেজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ঢাকা বাের্ডে প্লেসসহ ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড সার্জারি (MBBS) ডিগ্রী অর্জন করেছেন। এখন পােস্টগ্রাজুয়েশনের পড়াশোনায় ব্যস্ত। স্বপ্ন দেখেন। চিকিৎসাক্ষেত্রে সহমর্মিতা ও সততাকে আঁকড়ে ধরে স্রষ্টাকে খুশি করার ও বিজ্ঞান নিয়ে সুস্থ ধারণার প্রসারে কলম জারি রাখার।